Ajker Patrika

টেকনাফে রোহিঙ্গা শিবিরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে রোহিঙ্গা শিবিরে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ সদস্যরা। আজ বুধবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। 

 ১৬ আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তারিকুল ইসলাম জানান, নিহত গৃহবধূর নাম মোবারাজান (৩৪)। তিনি উপজেলার জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা শিবিরের ব্লক-সি/ ৬, এফসিএন নম্বর-২৬৭৮৮৬ ক্যাম্প-২৬ এর বাসিন্দা সৈয়দ আহম্মদের ছেলে মোহাম্মদ জাফরের (৪০) স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে ধারালো দা দিয়ে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে পালিয়ে যান জাফর। এ ঘটনার পরপরই সর্বাত্মক অভিযান পরিচালনা করে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের এএসপি তারেক সেকান্দারের নেতৃত্বে নয়াপাড়া ক্যাম্প থেকে স্বামী জাফরকে আটক করতে সক্ষম হন বলে জানান তিনি। 

তারিকুল আরও জানান, আটককৃত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা হয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত