Ajker Patrika

অপহৃত রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
অপহৃত রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অপহৃত রোহিঙ্গা আবু সৈয়দ আব্দুল্লাহকে (৩৮) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুলাই) দিবাগতে রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ ও রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এর সংযোগ স্থল সংলগ্ন খালের মোহনা থেকে তাঁকে উদ্ধার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

উদ্ধার হওয়া রোহিঙ্গা আব্দুল্লাহ ক্যাম্প-৭ এর ডি/ ৯ ব্লকের বাসিন্দা আলী আহমেদের ছেলে। 

এপিবিএন সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ নতুনভাবে সংগঠিত হতে যাওয়া রোহিঙ্গাদের বিপ্লবী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আর এস ও) নেতা। তাঁকে অপহরণ করে কথিত আরসা নামে অন্য একটি রোহিঙ্গা গ্রুপ। 

১৪ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক আজকের পত্রিকাকে বলেন, ওই ক্যাম্পের হামিদ হোসেনের ছেলে কথিত আরসা নামধারী আল-ইয়াকীন নেতা জোবায়ের (৩০) ওরফে কালা জোবায়েরের নেতৃত্বে ৫০ / ৬০ জন রোহিঙ্গা সন্ত্রাসী আবু সৈয়দ আব্দুল্লাহকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এনামুল বাধা দেয়। এ সময় এনামুলের বাম পায়ে হাঁটুর নিচে গুলি করা হয়। পরে মধ্যরাতে অভিযান পরিচালনা করে অপহৃত আব্দুল্লাহকে বাম হাতে ও ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। 

এসপি নাইম বলেন, রাতে গোলাগুলির খবর পেয়ে এপিবিএন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। গুলিবিদ্ধ আব্দুল্লাহ ও এনামুলকে কুতুপালং রোহিঙ্গা শিবিরে অবস্থিত তুর্কি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসপি নাইম আরও বলেন, কথিত আরসা নামধারী আল-ইয়াকীন এবং নতুনভাবে সংগঠিত হতে যাওয়া আরএসও’র মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। 

ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে চলছে অভিযান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত