প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
চোরে না শুনে ধর্মের কাহিনি। শিবিরে রোহিঙ্গাদের নিয়ে অপরাধ প্রবণতা রোধে সভা করার চার ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হন নজিমদ্দিন (২০) নামের রোহিঙ্গা যুবক। ১২ ঘণ্টার পরে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে এপিবিএন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ রোহিঙ্গাকে আটক করা হয়। এ ঘটনায় ওই প্রবাদটি প্রমাণিত হয়।
৩০ আগস্ট ভোররাত ৩টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান শিবিরে অভিযান চালিয়ে পাহাড়ি ছড়ারপার থেকে ওই রোহিঙ্গা যুবককে উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। উদ্ধার হওয়া যুবক ২৬ নম্বর শিবিরের আবুল কালামের ছেলে। অপরাধ প্রবণতা প্রতিরোধসভা করার ১২ ঘন্টর মধ্যে অপহরণ, ইয়াবা পাচার ও চুরির ঘটনা ঘটে।
ওই সভায় অভিযানকারী কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ মাঝি, সাব-মাঝি ও ব্লক মাঝিগণ উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, ডাকাত, অপহরণকারী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হলেও কর্ণপাত করেনি রোহিঙ্গাদের একটি অংশ।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গত রোববার দুপুরে ওই শিবিরের বি ব্লকে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে বিট পুলিশিংয়ের কার্যক্রমের অংশ বিশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, অস্ত্র, অপহরণ ও অন্যান্য অপরাধ প্রবণতা রোধকল্পে সভা করা হয়।
এ সভা শেষ হওয়ার ৪ ঘণ্টার মধ্যে রোহিঙ্গা তোহা গ্রুপের ৮ / ৯ জন সন্ত্রাসীর হাতে অপহরণের শিকার হন ওই যুবক। দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে ভোরে ছড়ারপাড় হতে অপহৃতকে উদ্ধার করা হয়। পালানোর চেষ্টা কালে অপহরণকারী একই শিবিরে ওই সন্ত্রাসী দলের আবুল কাশেম (৩২), নুর কামাল (২৫) ও মোহাম্মদ কাউসার হাফেজ ইউনুসকে (৩১) আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন শিবিরে মাদক ব্যবসাসহ ক্যাম্প এলাকার আইন শৃঙ্খলা পরিপন্থী অনেক অপকর্মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ রয়েছে। বিভিন্ন অভিযোগে তাঁদের বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরের বসত ঘর তল্লাশি চালিয়ে ৩০০ ইয়াবাসহ দিল মোহাম্মদের ছেলে জমিল প্রকাশ সফি আলমকে (৪৩) আটক করা হয়।
চোরে না শুনে ধর্মের কাহিনি। শিবিরে রোহিঙ্গাদের নিয়ে অপরাধ প্রবণতা রোধে সভা করার চার ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হন নজিমদ্দিন (২০) নামের রোহিঙ্গা যুবক। ১২ ঘণ্টার পরে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে এপিবিএন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ রোহিঙ্গাকে আটক করা হয়। এ ঘটনায় ওই প্রবাদটি প্রমাণিত হয়।
৩০ আগস্ট ভোররাত ৩টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান শিবিরে অভিযান চালিয়ে পাহাড়ি ছড়ারপার থেকে ওই রোহিঙ্গা যুবককে উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। উদ্ধার হওয়া যুবক ২৬ নম্বর শিবিরের আবুল কালামের ছেলে। অপরাধ প্রবণতা প্রতিরোধসভা করার ১২ ঘন্টর মধ্যে অপহরণ, ইয়াবা পাচার ও চুরির ঘটনা ঘটে।
ওই সভায় অভিযানকারী কর্মকর্তা, বিট কর্মকর্তাসহ মাঝি, সাব-মাঝি ও ব্লক মাঝিগণ উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, ডাকাত, অপহরণকারী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হলেও কর্ণপাত করেনি রোহিঙ্গাদের একটি অংশ।
১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম জানান, গত রোববার দুপুরে ওই শিবিরের বি ব্লকে একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে বিট পুলিশিংয়ের কার্যক্রমের অংশ বিশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, অস্ত্র, অপহরণ ও অন্যান্য অপরাধ প্রবণতা রোধকল্পে সভা করা হয়।
এ সভা শেষ হওয়ার ৪ ঘণ্টার মধ্যে রোহিঙ্গা তোহা গ্রুপের ৮ / ৯ জন সন্ত্রাসীর হাতে অপহরণের শিকার হন ওই যুবক। দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে ভোরে ছড়ারপাড় হতে অপহৃতকে উদ্ধার করা হয়। পালানোর চেষ্টা কালে অপহরণকারী একই শিবিরে ওই সন্ত্রাসী দলের আবুল কাশেম (৩২), নুর কামাল (২৫) ও মোহাম্মদ কাউসার হাফেজ ইউনুসকে (৩১) আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন শিবিরে মাদক ব্যবসাসহ ক্যাম্প এলাকার আইন শৃঙ্খলা পরিপন্থী অনেক অপকর্মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ রয়েছে। বিভিন্ন অভিযোগে তাঁদের বিরুদ্ধে টেকনাফ ও উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরের বসত ঘর তল্লাশি চালিয়ে ৩০০ ইয়াবাসহ দিল মোহাম্মদের ছেলে জমিল প্রকাশ সফি আলমকে (৪৩) আটক করা হয়।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৫ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫