Ajker Patrika

পাহাড়ি ঝরনায় ৯ শিক্ষার্থী অপহরণ, সর্বস্ব দিয়ে মিলেছে মুক্তি

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
পাহাড়ি ঝরনায় ৯ শিক্ষার্থী অপহরণ, সর্বস্ব দিয়ে মিলেছে মুক্তি

কক্সবাজারের টেকনাফে তিন কলেজের ৯ জন ছাত্রকে অপহরণের এক ঘণ্টার পর ছেড়ে দিয়েছে রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা। এসময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার স্বপ্নপুরি পাহাড়ি ঝরনায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকালে টেকনাফ সরকারি কলেজ, উখিয়া ডিগ্রি কলেজ ও কক্সবাজার সিটি কলেজের মোট ১২ জন ছাত্র স্বপ্নপুরি পাহাড়ি ঝরনায় ভ্রমণ করতে যায়। এরা হলেন মিজানুর রহমান, আমির হোসেন, কিরণ শর্মা, ছিদ্দিক আহমদ, হামিদ হোসেন, মো. আনোয়ার, হেলাল উদ্দিন, রিয়াজ, শাহেদ, মনিরুল মোস্তফা শাহাজাদা, কবির আহমদ ও মো. অয়ুব। ঝরনায় গোসলের একপর্যায়ে ৫ থেকে ৭ জনের সশস্ত্র ডাকাত দল তাঁদের ঘিরে ফেলে। এসময় তিন ছাত্র ডাকাতের জিম্মা থেকে পালিয়ে আসলেও ৯ ছাত্রকে অস্ত্রের মুখে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়। পরে সেখানে ছাত্রদের মারধর করে নগদ ১০ হাজার টাকা ও ৬টি মুঠোফোনসহ সব ছিনিয়ে নেয়।

পালিয়ে আসা তিনজনের মধ্যে কক্সবাজার সিটি কলেজের ছাত্র মিজানুর রহমান বলেন, ‘আমিসহ কলেজ বন্ধুদের সঙ্গে পাহাড়ি স্বপ্নপুরি ঝরনায় বেড়াতে যায়। সেখানে হঠাৎ অস্ত্রধারী পাহাড়ি ডাকাতরা তাঁদের ঘিরে ফেলে। এ সময় তাঁরা তিনজন পালিয়ে আসতে সক্ষম হয়। পরে তাঁরা বিষয়টি তাঁদের অভিভাবকদের জানালে তাঁরা জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে। এক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেয় ডাকাতরা।’

ফিরে আসা উখিয়া ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র মনিরুল মোস্তফা শাহজাদা বলেন, মুখোশধারী ডাকাতদল বেশ কয়েকজন মারধর করেছে। সেই সঙ্গে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাঁদের হাতে লম্বা কিরিচ ছিল।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘স্থানীয় ও রোহিঙ্গা ডাকাতরা মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে। দিন দিন রোহিঙ্গা ডাকাত দলের হাতে অপহরণের ঘটনা বাড়ছে। মুক্তিপণ না দিলে মেরে ফেলারও ঘটনা ঘটছে।’

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘ঝরনায় অপহরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। সেই সঙ্গে ছাত্রদের সঙ্গে কথা বলেছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত