Ajker Patrika

নিষেধাজ্ঞা শেষের আগেই ভোলায় ৩২০ কেজি মাছসহ ট্রলার জব্দ 

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১২: ৩৫
নিষেধাজ্ঞা শেষের আগেই ভোলায় ৩২০ কেজি মাছসহ ট্রলার জব্দ 

ভোলায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই মাছ বিক্রি করায় অভিযান চালিয়ে ২৮০ কেজি ইলিশ ও ৪০ কেজি পাঙাশ মাছসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় এসব মাছ জব্দ করা হয় বলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা তাহসিন রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার রামদাসপুর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮০ কেজি ইলিশ ও ৪০ কেজি পাঙাশ মাছসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ডের সদস্যরা। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। 

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোলায় মেঘনা নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময় মাছ পরিবহন, ক্রয়-বিক্রয়, বাজারজাত, মজুতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরই ভিত্তিতে গতকাল রাত ১২টার পর সব ধরনের নিষেধাজ্ঞা উঠে গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত