Ajker Patrika

কলাপাড়ায় ছুরিকাঘাতে এক যুবক খুন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় ছুরিকাঘাতে এক যুবক খুন

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. বশির হাওলাদার (৩০) নামের এক যুবককে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. বশির হাওলাদার বেতমোড় গ্রামের জব্বার হাওলাদারের ছেলে। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, নিজ বাড়ির সামনে বশির হাওলাদার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তাঁর বুকের বাম দিকে ও বাম হাতে ছুরির আঘাত রয়েছে। তবে পূর্ব শত্রুতা না অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত