কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরে বাঁকখালী নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ও সাবেক জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা দায়ের করেছে।
গতকাল বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম বাদী হয়ে ওই দুই ছাত্রলীগ নেতাসহ ১৬ জনের নামে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, সংঘবদ্ধ একটি চক্র গত পাঁচ মাস ধরে বাঁকখালী নদীর প্যারাবন কেটে জায়গা দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ১৫ (১)-এর ২ ও ৮ ধারায় প্যারাবন কাটা এবং জলাশয় ভরাট করে দখল আর স্থাপনা নির্মাণের অপরাধে মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্ত করবে পরিবেশ অধিদপ্তর।
মামলায় আসামিরা হলেন মহেশখালী উপজেলার চরপাড়ার মো. ইফসুফ (৪২), কক্সবাজার পৌরসভার টেকপাড়ার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান (৩৫), পৌরসভার বদরমোকাম এলাকার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, মহেশখালী উপজেলার কুতুবজোমের রুকন উদ্দিন (৪০), নেত্রকোনা জেলার মরাদীঘি এলাকার ওমর ফারুক (৩৬), কক্সবাজার পৌরসভার নুর পাড়ার তায়েফ আহমেদ (২৮) ও তার ভাই তাইসাদ সাব্বির (৩০), গাড়ীর মাঠ এলাকার জনৈক টিপু (৩৩), ইকরা রিয়েল এস্টেট হাউজিং এর স্বত্বাধিকারী আমিনুল ইসলাম আমান (৪০), কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের মনুপাড়ার মোহাম্মদ সেলিম ওরফে বর্মাইয়া সেলিম (৪০), কক্সবাজার সদর থানার পেছন রোডের হোটেল তাজশেবার মাহবুবর রহমান (৩৮) এবং একই এলাকার নুরুল ইসলামের ছেলে জিশান উদ্দিন (৩৫), রুমালিয়াছড়ার বাসিন্দা মো. ইসমাঈল (৩৫), মধ্যম বাহারছড়ার মোহাম্মদ রানা (৩৪), লালদীঘিপাড় এলাকার ঝুমা (৪২), মহেশখালী উপজেলার শাপলাপুরের মো. নাসিমের ছেলে ইকবাল হাসান (৩৫)।
এছাড়া এ মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, কস্তুরাঘাট ও নুনিয়ারছড়া এলাকায় বাঁকখালী নদীর তীরে শত শত হেক্টর প্যারাবন রয়েছে। এ প্যারাবনে প্রায় ২০৫ প্রজাতির পাখি ও জলজপ্রাণীর আবাসস্থল। কিন্তু সাম্প্রতিক এ নদীর প্যারাবন উজাড় করে জমি দখল করে সেখানে নানা স্থাপনা গড়ে তুলছে প্রভাবশালী একটি চক্র। এ নিয়ে গত ১৭ এপ্রিল আজকের পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
স্থানীয় পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন `এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, `নদীর তীর দখলের ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রভাবশালীদের বাদ দিয়ে শুধুমাত্র একটি পক্ষের লোকজনকে আসামি করা হয়েছে। তিনি ঘটনায় জড়িতদের মামলায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
কক্সবাজার শহরে বাঁকখালী নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ও সাবেক জেলা সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা দায়ের করেছে।
গতকাল বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম বাদী হয়ে ওই দুই ছাত্রলীগ নেতাসহ ১৬ জনের নামে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, সংঘবদ্ধ একটি চক্র গত পাঁচ মাস ধরে বাঁকখালী নদীর প্যারাবন কেটে জায়গা দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ১৫ (১)-এর ২ ও ৮ ধারায় প্যারাবন কাটা এবং জলাশয় ভরাট করে দখল আর স্থাপনা নির্মাণের অপরাধে মামলাটি দায়ের করা হয়। মামলাটি তদন্ত করবে পরিবেশ অধিদপ্তর।
মামলায় আসামিরা হলেন মহেশখালী উপজেলার চরপাড়ার মো. ইফসুফ (৪২), কক্সবাজার পৌরসভার টেকপাড়ার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান (৩৫), পৌরসভার বদরমোকাম এলাকার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, মহেশখালী উপজেলার কুতুবজোমের রুকন উদ্দিন (৪০), নেত্রকোনা জেলার মরাদীঘি এলাকার ওমর ফারুক (৩৬), কক্সবাজার পৌরসভার নুর পাড়ার তায়েফ আহমেদ (২৮) ও তার ভাই তাইসাদ সাব্বির (৩০), গাড়ীর মাঠ এলাকার জনৈক টিপু (৩৩), ইকরা রিয়েল এস্টেট হাউজিং এর স্বত্বাধিকারী আমিনুল ইসলাম আমান (৪০), কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের মনুপাড়ার মোহাম্মদ সেলিম ওরফে বর্মাইয়া সেলিম (৪০), কক্সবাজার সদর থানার পেছন রোডের হোটেল তাজশেবার মাহবুবর রহমান (৩৮) এবং একই এলাকার নুরুল ইসলামের ছেলে জিশান উদ্দিন (৩৫), রুমালিয়াছড়ার বাসিন্দা মো. ইসমাঈল (৩৫), মধ্যম বাহারছড়ার মোহাম্মদ রানা (৩৪), লালদীঘিপাড় এলাকার ঝুমা (৪২), মহেশখালী উপজেলার শাপলাপুরের মো. নাসিমের ছেলে ইকবাল হাসান (৩৫)।
এছাড়া এ মামলায় আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, কস্তুরাঘাট ও নুনিয়ারছড়া এলাকায় বাঁকখালী নদীর তীরে শত শত হেক্টর প্যারাবন রয়েছে। এ প্যারাবনে প্রায় ২০৫ প্রজাতির পাখি ও জলজপ্রাণীর আবাসস্থল। কিন্তু সাম্প্রতিক এ নদীর প্যারাবন উজাড় করে জমি দখল করে সেখানে নানা স্থাপনা গড়ে তুলছে প্রভাবশালী একটি চক্র। এ নিয়ে গত ১৭ এপ্রিল আজকের পত্রিকায় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
স্থানীয় পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন `এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, `নদীর তীর দখলের ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রভাবশালীদের বাদ দিয়ে শুধুমাত্র একটি পক্ষের লোকজনকে আসামি করা হয়েছে। তিনি ঘটনায় জড়িতদের মামলায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১০ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৮ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৮ দিন আগে