Ajker Patrika

এক দিনে পাঁচ শ দালাল ধরল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক দিনে  পাঁচ শ দালাল ধরল র‍্যাব

দেশের বিভিন্ন হাসপাতাল, পাসপোর্ট অফিস, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) কার্যালয়ে একযোগে অভিযান চালিয়ে ৪৯৭ দালালকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৪৮ দালালকে নয় লাখের বেশি টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ২৪৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন ছোট ছোট অভিযান চালালেও এক দিনে বিভিন্ন জেলায় এত বড় অভিযান এটাই প্রথম। রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বড় সরকারি সব হাসপাতাল এবং চট্টগ্রাম, রংপুর ও বরিশালসহ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, পাসপোর্ট অফিস, ভূমি অফিস ও বিআরটিএ অফিসে সকাল থেকে দিনব্যাপী অভিযান চালায় র‍্যাব।

এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩০ দালালকে আটক করা হয়। মিরপুর বিআরটিএ অফিস থেকে ১৩ এবং আগারগাঁও পাসপোর্ট অফিস ও সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ৪০ দালাল ধরা পড়ে।

ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫২ সদস্যকে আটক করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয় থেকে ৩৬ জন এবং একই থানার ঝিলমিল আবাসন প্রকল্পে অবস্থিত যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে ১৬ দালালকে আটক করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে সাত দালালকে আটক করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। র‍্যাবের চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বলেন, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রথমে সাদা পোশাকে অবস্থান নিয়ে দালাল চিহ্নিত করা হয়। পরে তাঁদের আটক করা হয়।

ওই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, ‘আটক লোকজন আমাদের কেউ নন। তাঁরা বহিরাগত। আমরা অভিযানে সহযোগিতা করেছি।’

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন সময় এসব প্রতিষ্ঠানে দালালদের মাধ্যমে প্রতারিত হয়ে র‍্যাবের কাছে অভিযোগ দেন ভুক্তভোগীরা। পাশাপাশি সামাজিকমাধ্যমেও জনগণ সেবা প্রতিষ্ঠানগুলোয় দালালদের দৌরাত্ম্য নিয়ে নানা পোস্ট দেন, যা আমাদের নজরে এসেছে। তাই একসঙ্গে দেশব্যাপী এ অভিযান চালানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত