রাঙামাটি প্রতিনিধি
পাহাড়ের নারীদের চীনে পাচারের ঘটনায় করা এক মামলায় পাচারকারীর হাত থেকে ভুক্তভোগী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতে গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন ওই তরুণী।
উদ্ধার হওয়া তরুণীকে গতকাল রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিআইডি। তবে এ ঘটনায় পাচারকারী
চক্রের দুজনকে আটক করা হলেও তাঁদের আদালতে তোলেননি তদন্তকারীরা। তাই মামলার বাদী সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থা সিআইডির পরিবর্তে পিবিআইকে দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।
উদ্ধার হওয়া তরুণী গতকাল বিকেলে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীনের আদালতে জবানবন্দি দেন।আদালত জবানবন্দি শুনে ভুক্তভোগীকে নিজ জিম্মায় ছেড়ে দেন। আদালতে বাদীপক্ষে মামলার শুনানি করেন আইনজীবী প্রতিম রায় পাম্পু, মোখতার আহমদ, জুয়েল দেওয়ান, সুস্মিতা চাকমা, মিহির বরণ চাকমা ও ঝন্টু চাকমা।
বাদীপক্ষের আইনজীবী প্রতিম রায় পাম্পু বলেন, চাঞ্চল্যকর এ মামলাটি তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্ত করছে না বলে মনে করছেন বাদী। মামলার চার দিন পরও সিআইডি কোনো আসামিকে আদালতে উঠায়নি। বাদীপক্ষ আশঙ্কা করছে, বর্তমানে যেভাবে তদন্ত চলছে, তা দিয়ে ন্যায়বিচার পাওয়া যাবে না; বরং এভাবে চললে পাচারকারীরা আরও সক্রিয় হবে।
পাহাড়ি তরুণীদের চীনে বিক্রি নিয়ে গত ২৩ এপ্রিল আজকের পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পাচারকারীরা পাহাড়ি তরুণীদের প্রলোভনে ফেলে চীনে পাচার করছে। প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পর ৩ মে এক তরুণীকে পাচারের অভিযোগে রাঙামাটির নানিয়ারচরে মামলা করেন তাঁর বোন।
আরও পড়ুন:
পাহাড়ের নারীদের চীনে পাচারের ঘটনায় করা এক মামলায় পাচারকারীর হাত থেকে ভুক্তভোগী এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতে গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন ওই তরুণী।
উদ্ধার হওয়া তরুণীকে গতকাল রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সিআইডি। তবে এ ঘটনায় পাচারকারী
চক্রের দুজনকে আটক করা হলেও তাঁদের আদালতে তোলেননি তদন্তকারীরা। তাই মামলার বাদী সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থা সিআইডির পরিবর্তে পিবিআইকে দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।
উদ্ধার হওয়া তরুণী গতকাল বিকেলে রাঙামাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীনের আদালতে জবানবন্দি দেন।আদালত জবানবন্দি শুনে ভুক্তভোগীকে নিজ জিম্মায় ছেড়ে দেন। আদালতে বাদীপক্ষে মামলার শুনানি করেন আইনজীবী প্রতিম রায় পাম্পু, মোখতার আহমদ, জুয়েল দেওয়ান, সুস্মিতা চাকমা, মিহির বরণ চাকমা ও ঝন্টু চাকমা।
বাদীপক্ষের আইনজীবী প্রতিম রায় পাম্পু বলেন, চাঞ্চল্যকর এ মামলাটি তদন্তকারী সংস্থা সঠিকভাবে তদন্ত করছে না বলে মনে করছেন বাদী। মামলার চার দিন পরও সিআইডি কোনো আসামিকে আদালতে উঠায়নি। বাদীপক্ষ আশঙ্কা করছে, বর্তমানে যেভাবে তদন্ত চলছে, তা দিয়ে ন্যায়বিচার পাওয়া যাবে না; বরং এভাবে চললে পাচারকারীরা আরও সক্রিয় হবে।
পাহাড়ি তরুণীদের চীনে বিক্রি নিয়ে গত ২৩ এপ্রিল আজকের পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পাচারকারীরা পাহাড়ি তরুণীদের প্রলোভনে ফেলে চীনে পাচার করছে। প্রতিবেদন প্রকাশের কয়েক দিন পর ৩ মে এক তরুণীকে পাচারের অভিযোগে রাঙামাটির নানিয়ারচরে মামলা করেন তাঁর বোন।
আরও পড়ুন:
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৫ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫