আশরাফুল আলম আপন, বদরগঞ্জ (রংপুর)
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের নাওপাড়ায় যমুনেশ্বরী নদীতে জেগে ওঠা চর থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলা বন্ধ হয়নি। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও বালু-মাটি তুলে বিক্রি করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে গ্রামের রাস্তা।
এদিকে যমুনেশ্বরী নদী থেকে মাটি-বালু তোলা নিয়ে গত ২৭ অক্টোবর আজকের পত্রিকায়, ‘চরের বালু তুলে বিক্রি, ঝুঁকিতে গ্রাম, সড়ক’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহিনুর আলম বলেন, চার-পাঁচজন বালু ও মাটি বিক্রির নেতৃত্ব দিতেন। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর প্রায় ২০ দিন নদীর বালু ও মাটি বিক্রি বন্ধ ছিল; কিন্তু এক সপ্তাহ আগে আবার এক ব্যক্তি মাটি ও বালু তুলে বিক্রি শুরু করেছেন।
সম্প্রতি নাওপাড়ায় গিয়ে দেখা গেছে, নদীর মাটি ও বালু ট্রাক্টরে করে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এই মাটি ও বালু বিক্রির নেতৃত্ব দিচ্ছেন মোয়াজ্জেম নামের স্থানীয় এক ব্যক্তি। তিনি সাংবাদিকদের দেখে সটকে পড়েন। পরে মোবাইল ফোনে মোয়াজ্জেম বলেন, ‘আমি নিজের কাজে মাটি ও বালু নিয়ে যাচ্ছিলাম। নাম আসার কারণে সেটিও দুয়েকদিন আগে বন্ধ করে দিয়েছি। এখন বিবিএল ইটভাটার মালিক মোকছেদুল ইসলামসহ পাঁচ-ছয়জন মাটি ও বালু বিক্রি করছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বালু বিক্রি করার অভিযোগে কয়েক মাস আগে ১৮ জনের নামে দুটি মামলা হয়েছে। সেখানে আমিও আসামি, জামিনে আছি।’
স্থানীয়রা জানান, মধুপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের প্রায় ৫০০ গজ দূরে রামরামপুর নাওপাড়া গ্রামঘেঁষে যমুনেশ্বরী নদী। এই নদীতে জেগে ওঠা চর থেকে শতাধিক ট্রাক্টরে বালু ও মাটি তোলায় হুমকির মুখে পড়ছে নাওপাড়া গ্রামসহ মধুপুর ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তা ও সড়ক।
এলাকার আরিফুল হক বলেন, ছোট রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক্টর চলাচল করায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে এক গৃহবধূ বলেন, এ এলাকায় ২৫-৩০টি ইটভাটা রয়েছে। বেশির ভাগ ইটভাটার মালিক এখনকার মাটি ও বালু কিনে নিচ্ছেন। প্রতিদিন শতাধিক ট্রাক্টর চলাচলের কারণে শব্দে কানে কিছু শোনা যায় না।
বিবিএল ইটভাটার মালিক মোকছেদুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। আমি মোয়াজ্জেমের মতো সেখানে বালু ও মাটি বিক্রির নেতৃত্ব দিচ্ছি না। নিজের ইটভাটা রয়েছে। তাই সেখানে নিজের জমির উঁচুনিচু সমান করার জন্য মাটি কেটে ইটভাটায় আনছি।’
মধুপুর ইউপির চেয়ারম্যান নুর আলম ভুট্টু বলেন, ‘নদী থেকে বালু ও মাটি বিক্রি করায় কয়েকজন লাভবান হলেও নানাভাবে ক্ষতির মুখে পড়ছে গ্রামের রাস্তাঘাট ও স্থানীয় লোকজন। এ নিয়ে প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছি, কাজ হয়নি।’
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের নাওপাড়ায় যমুনেশ্বরী নদীতে জেগে ওঠা চর থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলা বন্ধ হয়নি। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর কিছুদিন বন্ধ থাকলেও আবারও বালু-মাটি তুলে বিক্রি করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে গ্রামের রাস্তা।
এদিকে যমুনেশ্বরী নদী থেকে মাটি-বালু তোলা নিয়ে গত ২৭ অক্টোবর আজকের পত্রিকায়, ‘চরের বালু তুলে বিক্রি, ঝুঁকিতে গ্রাম, সড়ক’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহিনুর আলম বলেন, চার-পাঁচজন বালু ও মাটি বিক্রির নেতৃত্ব দিতেন। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর প্রায় ২০ দিন নদীর বালু ও মাটি বিক্রি বন্ধ ছিল; কিন্তু এক সপ্তাহ আগে আবার এক ব্যক্তি মাটি ও বালু তুলে বিক্রি শুরু করেছেন।
সম্প্রতি নাওপাড়ায় গিয়ে দেখা গেছে, নদীর মাটি ও বালু ট্রাক্টরে করে নেওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এই মাটি ও বালু বিক্রির নেতৃত্ব দিচ্ছেন মোয়াজ্জেম নামের স্থানীয় এক ব্যক্তি। তিনি সাংবাদিকদের দেখে সটকে পড়েন। পরে মোবাইল ফোনে মোয়াজ্জেম বলেন, ‘আমি নিজের কাজে মাটি ও বালু নিয়ে যাচ্ছিলাম। নাম আসার কারণে সেটিও দুয়েকদিন আগে বন্ধ করে দিয়েছি। এখন বিবিএল ইটভাটার মালিক মোকছেদুল ইসলামসহ পাঁচ-ছয়জন মাটি ও বালু বিক্রি করছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বালু বিক্রি করার অভিযোগে কয়েক মাস আগে ১৮ জনের নামে দুটি মামলা হয়েছে। সেখানে আমিও আসামি, জামিনে আছি।’
স্থানীয়রা জানান, মধুপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের প্রায় ৫০০ গজ দূরে রামরামপুর নাওপাড়া গ্রামঘেঁষে যমুনেশ্বরী নদী। এই নদীতে জেগে ওঠা চর থেকে শতাধিক ট্রাক্টরে বালু ও মাটি তোলায় হুমকির মুখে পড়ছে নাওপাড়া গ্রামসহ মধুপুর ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তা ও সড়ক।
এলাকার আরিফুল হক বলেন, ছোট রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক ট্রাক্টর চলাচল করায় যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। নাম প্রকাশ না করার শর্তে এক গৃহবধূ বলেন, এ এলাকায় ২৫-৩০টি ইটভাটা রয়েছে। বেশির ভাগ ইটভাটার মালিক এখনকার মাটি ও বালু কিনে নিচ্ছেন। প্রতিদিন শতাধিক ট্রাক্টর চলাচলের কারণে শব্দে কানে কিছু শোনা যায় না।
বিবিএল ইটভাটার মালিক মোকছেদুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। আমি মোয়াজ্জেমের মতো সেখানে বালু ও মাটি বিক্রির নেতৃত্ব দিচ্ছি না। নিজের ইটভাটা রয়েছে। তাই সেখানে নিজের জমির উঁচুনিচু সমান করার জন্য মাটি কেটে ইটভাটায় আনছি।’
মধুপুর ইউপির চেয়ারম্যান নুর আলম ভুট্টু বলেন, ‘নদী থেকে বালু ও মাটি বিক্রি করায় কয়েকজন লাভবান হলেও নানাভাবে ক্ষতির মুখে পড়ছে গ্রামের রাস্তাঘাট ও স্থানীয় লোকজন। এ নিয়ে প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছি, কাজ হয়নি।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫