ফেনী প্রতিনিধি
ফেনী শহরে শতাধিক পথশিশু ড্যান্ডির (গাম) নেশায় আসক্ত হয়ে পড়েছে। একজনের দেখাদেখি অন্যজন এই নেশায় জড়িয়ে পড়ছে। নেশা করে কিংবা নেশার টাকা জোগাড় করতে গিয়ে করছে নানা অপরাধও। তবে এ নিয়ে সম্প্রতি পুলিশের একটি বিশেষ দল শহরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
শহরের হার্ডওয়্যার ব্যবসায়ী মহিন উদ্দিন বলেন, ড্যান্ডি হলো একপ্রকার গাম বা আঠাজাতীয় উদ্বায়ী পদার্থ, যা সাধারণ তাপমাত্রায় সহজেই বাষ্পে পরিণত হয়। বিভিন্ন প্রকার রাবার ও চামড়াজাতীয় পদার্থ—যেমন জুতা, চাকার রাবার, টিউব প্রভৃতির মেরামতকল্পে সংযোজক হিসেবে এর বহুল ব্যবহার বিদ্যমান। প্রতিটি গামের ছোট কৌটা ৫০ টাকা এবং বড় কৌটা ১৩০ টাকা। নেশায় আসক্ত পথশিশুরা কতিপয় অসাধু হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকান থেকে এটি সংগ্রহ করে। কৌটার গাম পলিথিনে সংরক্ষণ করে পথশিশুরা নেশায় বুঁদ হয়।
পথশিশু জনি জানায়, তার পরিবার চট্টগ্রামের রেল কলোনিতে থাকত। সে ট্রেনে চড়ে ফেনী আসে। এর পর ফেনী শহরের রেলস্টেশনে থেকেছে। স্টেশনেই তার কয়েকজন বন্ধু হয়। তাদের মধ্যে অধিকাংশই ড্যান্ডিতে আসক্ত। অপর পথশিশু রহমত বলে, তারা চলাচলরত ট্রেন কিংবা দোকান বা বাড়ির মালপত্র চুরি করে ওই টাকায় নেশা করত।
এদিকে পথশিশু শরিয়ত উল্লাহ জানায়, প্রতিদিন গড়ে তার দুই থেকে তিন কৌটা গাম লাগে। এসব জোগাড় করতে চুরি-ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন জায়গায় ভিক্ষা, চুরি-ছিনতাই ও ভাঙারি মাল বিক্রি করে নেশার টাকা সংগ্রহ করে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, এসব পথশিশুকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ ব্যাপারে ফেনী জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ও মিডিয়া সেলের সমন্বয়ক শহিদ উল্যাহ বলেন, বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। এরই মধ্যে পুলিশের একটি বিশেষ দল ফেনী শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার পর হাজী হার্ডওয়্যারের মালিক সাইফুল ইসলাম, মোল্লা হার্ডওয়্যারের গিয়াস উদ্দিন, ডি. কে হার্ডওয়্যারের মালিক অমিত কর্মকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়। পরে তাঁরা পথশিশুদের কাছে গামের কৌটা বিক্রি করবেন না বলে আশ্বাস দেন এবং তাঁদের কর্মচারীরাও কোনোভাবে ড্যান্ডি বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল মামুন বলেন, পথশিশু কিংবা সুবিধাবঞ্চিত শিশুদের কাছে যাচাই-বাছাই না করে গাম বিক্রি যাতে না করা হয়, সে জন্য গত শনিবার সকালে এক বৈঠকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পথশিশুরা যাতে নেশায় আসক্ত হতে না পারে, সে জন্য সামাজিক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলে জানান তিনি।
ফেনী শহরে শতাধিক পথশিশু ড্যান্ডির (গাম) নেশায় আসক্ত হয়ে পড়েছে। একজনের দেখাদেখি অন্যজন এই নেশায় জড়িয়ে পড়ছে। নেশা করে কিংবা নেশার টাকা জোগাড় করতে গিয়ে করছে নানা অপরাধও। তবে এ নিয়ে সম্প্রতি পুলিশের একটি বিশেষ দল শহরে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
শহরের হার্ডওয়্যার ব্যবসায়ী মহিন উদ্দিন বলেন, ড্যান্ডি হলো একপ্রকার গাম বা আঠাজাতীয় উদ্বায়ী পদার্থ, যা সাধারণ তাপমাত্রায় সহজেই বাষ্পে পরিণত হয়। বিভিন্ন প্রকার রাবার ও চামড়াজাতীয় পদার্থ—যেমন জুতা, চাকার রাবার, টিউব প্রভৃতির মেরামতকল্পে সংযোজক হিসেবে এর বহুল ব্যবহার বিদ্যমান। প্রতিটি গামের ছোট কৌটা ৫০ টাকা এবং বড় কৌটা ১৩০ টাকা। নেশায় আসক্ত পথশিশুরা কতিপয় অসাধু হার্ডওয়্যার ব্যবসায়ীর দোকান থেকে এটি সংগ্রহ করে। কৌটার গাম পলিথিনে সংরক্ষণ করে পথশিশুরা নেশায় বুঁদ হয়।
পথশিশু জনি জানায়, তার পরিবার চট্টগ্রামের রেল কলোনিতে থাকত। সে ট্রেনে চড়ে ফেনী আসে। এর পর ফেনী শহরের রেলস্টেশনে থেকেছে। স্টেশনেই তার কয়েকজন বন্ধু হয়। তাদের মধ্যে অধিকাংশই ড্যান্ডিতে আসক্ত। অপর পথশিশু রহমত বলে, তারা চলাচলরত ট্রেন কিংবা দোকান বা বাড়ির মালপত্র চুরি করে ওই টাকায় নেশা করত।
এদিকে পথশিশু শরিয়ত উল্লাহ জানায়, প্রতিদিন গড়ে তার দুই থেকে তিন কৌটা গাম লাগে। এসব জোগাড় করতে চুরি-ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন জায়গায় ভিক্ষা, চুরি-ছিনতাই ও ভাঙারি মাল বিক্রি করে নেশার টাকা সংগ্রহ করে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, এসব পথশিশুকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ ব্যাপারে ফেনী জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক ও মিডিয়া সেলের সমন্বয়ক শহিদ উল্যাহ বলেন, বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। এরই মধ্যে পুলিশের একটি বিশেষ দল ফেনী শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার পর হাজী হার্ডওয়্যারের মালিক সাইফুল ইসলাম, মোল্লা হার্ডওয়্যারের গিয়াস উদ্দিন, ডি. কে হার্ডওয়্যারের মালিক অমিত কর্মকারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়। পরে তাঁরা পথশিশুদের কাছে গামের কৌটা বিক্রি করবেন না বলে আশ্বাস দেন এবং তাঁদের কর্মচারীরাও কোনোভাবে ড্যান্ডি বিক্রি করবেন না বলে অঙ্গীকার করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল মামুন বলেন, পথশিশু কিংবা সুবিধাবঞ্চিত শিশুদের কাছে যাচাই-বাছাই না করে গাম বিক্রি যাতে না করা হয়, সে জন্য গত শনিবার সকালে এক বৈঠকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পথশিশুরা যাতে নেশায় আসক্ত হতে না পারে, সে জন্য সামাজিক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলে জানান তিনি।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪