আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ২০ বছর ধরে সরকারি খাদ্যগুদাম দখল করে ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় হুমায়ুন কাজীর বিরুদ্ধে। উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে অবস্থিত গুদামটিতে তিনি কাঠের ও ডেকোরেটরের ব্যবসা করছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা গেছে, তালতলা বাজারের নদীতীরে বিশাল গুদামটির ভেতরে কাঠের স্তূপ রাখা হয়েছে। গুদামের পশ্চিম পাশের অংশে ডেকোরেটরের একটি দোকান করা হয়েছে। এ ছাড়া গুদামের চারপাশে কাঠের ভাসমান দোকানও রয়েছে। ঠিকমতো নজরদারি না থাকায় সরকারের টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি নষ্ট হয়ে যাচ্ছে। তাই যথাযথ উদ্যোগ গ্রহণ করে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল মৌজার এসএ ২২৩৯, আরএস ১৭৪৭ দাগের ১২ শতাংশ জমিতে সরকারি নির্মাণকৃত গুদামটি ২০০১ সালে এক বছরে জন্য উপজেলা পরিষদ থেকে ইজারা নেন ইউনিয়নের কাজীরবাগ গ্রামের খলিল কাজী। প্রতিবছর ৪০ হাজার টাকা সরকারি রাজস্ব খাতে জমা দিয়ে নতুন করে নবায়ন করার কথা থাকলেও তিনি নবায়ন করেননি বেশ কয়েক বছর ধরে। নবায়ন না করায় ২০০১ সালে উপজেলা প্রশাসন খলিল কাজীর ইজারা বাতিল করে দেন। এরপরও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গুদামটি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন খলিল কাজীর ছেলে হুমায়ুন কাজী। এতে ২০ বছরে সরকার প্রায় ৮ লাখ টাকা রাজস্ব হারিয়েছে।
হুমায়ুন কাজী বলেন, ‘প্রায় ৪০ বছর আগে সরকারি এই গুদাম আমার বাবা বার্ষিক ৪০ হাজার টাকায় ইজারা নিয়েছিল। প্রতিবছর ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে নবায়ন করেই ব্যবসা করেছি। ২০০১ সালে হঠাৎ উপজেলা প্রশাসন আমাদের ইজারা বাতিল করে অন্য আরেকজনকে ইজারা দিয়ে দেয়। এরপর আমরা আদালতে আপিল করেছি। সেই থেকে বছরে যে ৪০ হাজার টাকা সরকারকে দেওয়ার কথা, সেটা আমরা পরিশোধ করছি না। সরকারি টাকা আমরা পরিশোধ করে দেব।’
এত বছর ধরে বেআইনিভাবে দখলে রেখেছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সরকার পুনরায় আমাদের ইজারা দেবে এই আশায় দখল ছাড়ি নাই। সরকার যদি আমাদের উচ্ছেদ করে তাহলে করবে, কিন্তু নিজেদের ইচ্ছায় আমরা এখান থেকে সরে যাব না।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. লতিফুর রহমান বলেন, ‘স্থানীয় ভূমি উপসহকারী কর্মকর্তাকে সরেজমিন তদন্তে করে প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব।’
মালখানগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘গুদামের জায়গাটি সরকারি খাস খতিয়ানের সম্পত্তি, দখলদার হুমায়ুন কাজীকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কাগজপত্র দেখাতে বলেছি। কাগজপত্র দেখে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার স্যারের সঙ্গে আলাপ করব এবং তাঁর নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রায় ২০ বছর ধরে সরকারি খাদ্যগুদাম দখল করে ব্যবসা করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় হুমায়ুন কাজীর বিরুদ্ধে। উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে অবস্থিত গুদামটিতে তিনি কাঠের ও ডেকোরেটরের ব্যবসা করছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন দেখা গেছে, তালতলা বাজারের নদীতীরে বিশাল গুদামটির ভেতরে কাঠের স্তূপ রাখা হয়েছে। গুদামের পশ্চিম পাশের অংশে ডেকোরেটরের একটি দোকান করা হয়েছে। এ ছাড়া গুদামের চারপাশে কাঠের ভাসমান দোকানও রয়েছে। ঠিকমতো নজরদারি না থাকায় সরকারের টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি নষ্ট হয়ে যাচ্ছে। তাই যথাযথ উদ্যোগ গ্রহণ করে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল মৌজার এসএ ২২৩৯, আরএস ১৭৪৭ দাগের ১২ শতাংশ জমিতে সরকারি নির্মাণকৃত গুদামটি ২০০১ সালে এক বছরে জন্য উপজেলা পরিষদ থেকে ইজারা নেন ইউনিয়নের কাজীরবাগ গ্রামের খলিল কাজী। প্রতিবছর ৪০ হাজার টাকা সরকারি রাজস্ব খাতে জমা দিয়ে নতুন করে নবায়ন করার কথা থাকলেও তিনি নবায়ন করেননি বেশ কয়েক বছর ধরে। নবায়ন না করায় ২০০১ সালে উপজেলা প্রশাসন খলিল কাজীর ইজারা বাতিল করে দেন। এরপরও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গুদামটি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করছেন খলিল কাজীর ছেলে হুমায়ুন কাজী। এতে ২০ বছরে সরকার প্রায় ৮ লাখ টাকা রাজস্ব হারিয়েছে।
হুমায়ুন কাজী বলেন, ‘প্রায় ৪০ বছর আগে সরকারি এই গুদাম আমার বাবা বার্ষিক ৪০ হাজার টাকায় ইজারা নিয়েছিল। প্রতিবছর ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে নবায়ন করেই ব্যবসা করেছি। ২০০১ সালে হঠাৎ উপজেলা প্রশাসন আমাদের ইজারা বাতিল করে অন্য আরেকজনকে ইজারা দিয়ে দেয়। এরপর আমরা আদালতে আপিল করেছি। সেই থেকে বছরে যে ৪০ হাজার টাকা সরকারকে দেওয়ার কথা, সেটা আমরা পরিশোধ করছি না। সরকারি টাকা আমরা পরিশোধ করে দেব।’
এত বছর ধরে বেআইনিভাবে দখলে রেখেছেন কেন—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সরকার পুনরায় আমাদের ইজারা দেবে এই আশায় দখল ছাড়ি নাই। সরকার যদি আমাদের উচ্ছেদ করে তাহলে করবে, কিন্তু নিজেদের ইচ্ছায় আমরা এখান থেকে সরে যাব না।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. লতিফুর রহমান বলেন, ‘স্থানীয় ভূমি উপসহকারী কর্মকর্তাকে সরেজমিন তদন্তে করে প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছি। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব।’
মালখানগর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘গুদামের জায়গাটি সরকারি খাস খতিয়ানের সম্পত্তি, দখলদার হুমায়ুন কাজীকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কাগজপত্র দেখাতে বলেছি। কাগজপত্র দেখে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার স্যারের সঙ্গে আলাপ করব এবং তাঁর নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, উপজেলা খাদ্য কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৮ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫