Ajker Patrika

প্রতিবেশী পথ বন্ধ করায় দেয়াল টপকে পারাপার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০৯: ০৯
প্রতিবেশী পথ বন্ধ করায় দেয়াল টপকে পারাপার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়ির পথ বন্ধ করে গেটের মুখে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। চলাচলের পথ বন্ধ হওয়ায় শিয়াচর তক্কার মাঠ এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার পরিবার তিন মাস ধরে দেয়াল টপকে চলাচল করতে বাধ্য হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ২০ বছর ধরে রাস্তা হিসেবে ব্যবহার করা জমি নিজের একক সম্পত্তি বলে দাবি করেন স্থানীয় শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাসলিমা (৫০)। এই রাস্তার ওপর দিয়েই নুরুল ইসলাম, লিপি আক্তার ও পারভেজের পরিবার চলাচল করত। তাসলিমার এসব প্রতিবেশী বিভিন্ন সময় জমি কিনে এখানে বসবাস করছে। একই সঙ্গে ব্যবহার করেছে রাস্তাটি।

তবে সম্প্রতি এই রাস্তা বন্ধ করে দেন তাসলিমা। তিনি বাকিদের জানিয়ে দেন, তাঁরা যাঁদের কাছ থেকে জমি কিনেছেন, তাঁদের কাছ থেকে জায়গা যেন বুঝে নেন। দীর্ঘদিন পর এমন দাবি শুনে বিপাকে পড়ে তিনটি পরিবার। এ নিয়ে প্রথমে রাস্তা আটকে দেওয়া এবং পরে মামলা-মোকদ্দমা পর্যন্ত গড়ায়। এরপর থেকে নুরুল ইসলামের (৭০) পরিবার দেয়ালের প্রাচীর টপকে চলাচল করছে গত তিন মাস ধরে। একইভাবে লিপি আক্তারের পরিবার পাশের একটি ভবনের ছাদ হয়ে আসা-যাওয়া করতে বাধ্য হচ্ছে।

নুরুল ইসলামের ছেলে সুমন (৩০) বলেন, ‘আমরা যেই রাস্তা দিয়ে চলাচল করতাম, সেটা বন্ধ করে দেওয়ায় এখন মই বেয়ে দেয়াল টপকে চলাচল করতে হয়। কিছুদিন আগে আমাদের আগের যেই গেট ছিল, সেটির সামনে দেয়াল তুলে দেয়। আমরা পুলিশ ডাকার পর তারা কাজ বন্ধ করতে বলে তাদের। পুলিশ চলে যাওয়ার পর আবার দেয়াল তুলে ফেলে। এই জমিতে আদালতের স্থগিতাদেশ রয়েছে।’

একই বিষয়ে আরেক ভুক্তভোগী লিপি আক্তার বলেন, ‘আমরা এই তাসলিমার কারণে আরেক ভবনের ছাদ দিয়ে চলাচল করি। উনি ওনার জায়গার কথা বলে রাস্তা আটকে দিয়েছে। আমরা যে বিবাদ করব এমন অবস্থাও নেই।’

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্তু ওই নারী (তাসলিমা) অনেক বেশি বিপজ্জনক। তাই আমি সরে এসেছি। পুলিশকে অনুরোধ করেছি, তারা যেন বিষয়টি দেখে ব্যবস্থা নেয়।’

তবে এসব অভিযোগের বিষয়ে স্কুলশিক্ষিকা তাসলিমা বলেন, ‘তারা দীর্ঘদিন আমার জমির ওপর দিয়ে চলাচলের রাস্তা ব্যবহার করছিল। এই জমি যেহেতু আমার, তাই আমি বন্ধ করে দিয়েছি। তারা যাদের কাছ থেকে জমি কিনেছে, তাদের থেকে রাস্তা বের করে নিক। আর এই বিষয়ে আদালতে মামলা চলছে।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, ‘এই বিষয়টি আমার জানা নেই। জেনে পরে বলতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত