Ajker Patrika

মারামারি করে দুজন হাসপাতালে ভর্তি

যশোর প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৩: ১০
মারামারি করে দুজন হাসপাতালে ভর্তি

যশোর সদরে জমি-সংক্রান্ত বিরোধে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত অবস্থায় সোলাইমান খান (৩৫) ও তহমিদুর রহমান (৪০) নামের দুজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোলাইমান যশোর শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা। আর তহমিদুর হলেন শহরের মিশন পাড়ার বাসিন্দা।

সোলাইমান বলেন, ‘শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আমাদের জমি আছে। এই জমি নিয়ে তহমিদুর রহমানের পরিবারের সঙ্গে বিতণ্ডার সৃষ্টি হয়। এ নিয়ে আদালতে মামলা চলছে। তারপরও জমিতে থাকা গাছ কাটছিল তহমিদুর। আমি তাঁকে বাধা দিলে আমাকে মারধর করেন।’

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস্ বলেন, ‘আহত দুজনকে চিকিৎসার জন্য ভর্তি রাখা হয়েছে।হয়েছে। তাঁরা এখন শঙ্কামুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত