ময়মনসিংহ প্রতিনিধি
ঈদকে সামনে রেখে ময়মনসিংহে সক্রিয় হয়ে উঠেছে নারী ও পুরুষ ছিনতাইকারী চক্রের সদস্যরা। নগরীতে প্রায়ই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ফলে দিনের বেলায়ও মানুষ ঘর থেকে আতঙ্ক নিয়ে বের হচ্ছেন। পুলিশ নজরদারি বাড়ালেও ছিনতাই না কমায় উদ্বেগ জানিয়েছেন নাগরিক নেতারা। একই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে চুরির ঘটনাও।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের কেনাকাটার জন্য বিভাগীয় শহর ময়মনসিংহের সবচেয়ে বড় বাজার এবি গুহ রোড, যা গাঙ্গিনারপাড় হিসেবে পরিচিত। ময়মনসিংহের মানুষ ছাড়াও অন্য জেলা থেকে কেনাকাটা করতে আসেন মানুষ। এই ভিড়ের সুযোগ সন্ধানে ছিনতাইকারী চক্রের সদস্যরা ভ্যানিটি ব্যাগ, গলার চেইন, মোবাইল ফোন কেড়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।
অনেক সময় ছিনতাইকারীরা গণধোলাইয়েরও শিকার হচ্ছে। চলতি রমজান মাসের শুরু থেকে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ালেও কয়েকটি ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এ অবস্থায় মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার।
সম্প্রতি গাঙ্গিনারপাড় মোড়ে ছিনতাইয়ের শিকার হন জান্নাত আরা নামের এক নারী। তাঁর গলার চেইন ছিঁড়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। তিনি বলেন, সানকিপাড়া থেকে রিকশায় গাঙ্গিনার পাড় মার্কেটে যাওয়ার সময় একটি ছেলে চেইন টান দিয়ে ছিঁড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভালো করে তাঁর চেহারাটাও দেখতে পারেনি। যারা এসব কাজ করে, তাদের বিরুদ্ধে কঠোর না হলে ছিনতাই রোধ করা সম্ভব হবে না।
গত বুধবার নগরীর রাম বাবু রোডে সিটি স্কুল মার্কেটের দিপাবলী বাতিঘর ইলেকট্রনিকসের দোকানে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়ে তিন কিশোরী। স্থানীয় বাসিন্দারা ঘণ্টাখানেক তাদের আটক রেখে পুলিশে দেয়।
দিপাবলী বাতিঘরের মালিক দীপক কুমার বলেন, ‘বুধবার দুপুরের দিকে তিনজন কিশোরী দোকানে আসে ফ্যান কেনার জন্য। ফ্যানের দাম জিজ্ঞেস করার একপর্যায়ে তারা কিছু তার ভ্যানিটি বেগে ভরে ফেলে। পরে সিসি টিভি দেখে তাদের আটক করা হয়। শুধু আমার নয়, আরও অনেক দোকান ও রাস্তাঘাটে চুরি-ছিনতাই বেড়েছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি শক্ত আইন ছাড়া এসব রোধ করা সম্ভব নয়।’
জেলা জন-উদ্যোগের আহ্বায়ক নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘কোনো উৎসব বা পার্বণ এলেই অপরাধপ্রবণতা বেড়ে যায়। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করে। তবে আমি মনে করি, যারা পেশাদার অপরাধে জড়িত, তাঁদের তালিকা পুলিশের কাছে রয়েছে। সেই সব অপরাধীকে ঈদের আগে গ্রেপ্তার করা প্রয়োজন। তাহলে অপরাধ কমে যাবে।’
কোতোয়ালি মডেল থানার ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘গাঙ্গিনারপাড় গুরুত্বপূর্ণ একটি এলাকা। অপরাধপ্রবণতাও তুলনামূলক বেশি। যোগদানের ১০ দিনের মধ্যে তিন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করেছি। ঈদ সামনে রেখে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘বাংলা নববর্ষ, ঈদ, দুর্গাপূজায় সুযোগসন্ধানী একটি চক্র অপরাধ করার চেষ্টা করে। এবারের ঈদ সামনে রেখে বিশেষ করে নারী ছিনতাইকারী চক্রটিকে আমরা ধরার চেষ্টা করছি। এ চক্রের মূল সদস্যদের ধরতে পারলেও অনেক ছিনতাই রোধ করা সম্ভব হবে।’
জেলার পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘স্বভাবতই রমজানের ঈদ সামনে রেখে এক ধরনের অপরাধীর দৌরাত্ম্য বাড়ে—বিশেষ করে ছোটখাটো চুরি, ছিনতাই ও পকেটমারের। সে বিষয়টি মাথায় রেখে পুলিশি টহল বাড়ানো হয়েছে। মানুষ যেন শপিং করে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে।’
ঈদকে সামনে রেখে ময়মনসিংহে সক্রিয় হয়ে উঠেছে নারী ও পুরুষ ছিনতাইকারী চক্রের সদস্যরা। নগরীতে প্রায়ই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ফলে দিনের বেলায়ও মানুষ ঘর থেকে আতঙ্ক নিয়ে বের হচ্ছেন। পুলিশ নজরদারি বাড়ালেও ছিনতাই না কমায় উদ্বেগ জানিয়েছেন নাগরিক নেতারা। একই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে চুরির ঘটনাও।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের কেনাকাটার জন্য বিভাগীয় শহর ময়মনসিংহের সবচেয়ে বড় বাজার এবি গুহ রোড, যা গাঙ্গিনারপাড় হিসেবে পরিচিত। ময়মনসিংহের মানুষ ছাড়াও অন্য জেলা থেকে কেনাকাটা করতে আসেন মানুষ। এই ভিড়ের সুযোগ সন্ধানে ছিনতাইকারী চক্রের সদস্যরা ভ্যানিটি ব্যাগ, গলার চেইন, মোবাইল ফোন কেড়ে নিয়ে দ্রুত সটকে পড়ে।
অনেক সময় ছিনতাইকারীরা গণধোলাইয়েরও শিকার হচ্ছে। চলতি রমজান মাসের শুরু থেকে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ালেও কয়েকটি ছিনতাই ও চুরির ঘটনা ঘটেছে। এ অবস্থায় মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি নজরদারি বাড়ানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার।
সম্প্রতি গাঙ্গিনারপাড় মোড়ে ছিনতাইয়ের শিকার হন জান্নাত আরা নামের এক নারী। তাঁর গলার চেইন ছিঁড়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। তিনি বলেন, সানকিপাড়া থেকে রিকশায় গাঙ্গিনার পাড় মার্কেটে যাওয়ার সময় একটি ছেলে চেইন টান দিয়ে ছিঁড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভালো করে তাঁর চেহারাটাও দেখতে পারেনি। যারা এসব কাজ করে, তাদের বিরুদ্ধে কঠোর না হলে ছিনতাই রোধ করা সম্ভব হবে না।
গত বুধবার নগরীর রাম বাবু রোডে সিটি স্কুল মার্কেটের দিপাবলী বাতিঘর ইলেকট্রনিকসের দোকানে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়ে তিন কিশোরী। স্থানীয় বাসিন্দারা ঘণ্টাখানেক তাদের আটক রেখে পুলিশে দেয়।
দিপাবলী বাতিঘরের মালিক দীপক কুমার বলেন, ‘বুধবার দুপুরের দিকে তিনজন কিশোরী দোকানে আসে ফ্যান কেনার জন্য। ফ্যানের দাম জিজ্ঞেস করার একপর্যায়ে তারা কিছু তার ভ্যানিটি বেগে ভরে ফেলে। পরে সিসি টিভি দেখে তাদের আটক করা হয়। শুধু আমার নয়, আরও অনেক দোকান ও রাস্তাঘাটে চুরি-ছিনতাই বেড়েছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি শক্ত আইন ছাড়া এসব রোধ করা সম্ভব নয়।’
জেলা জন-উদ্যোগের আহ্বায়ক নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘কোনো উৎসব বা পার্বণ এলেই অপরাধপ্রবণতা বেড়ে যায়। সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করে। তবে আমি মনে করি, যারা পেশাদার অপরাধে জড়িত, তাঁদের তালিকা পুলিশের কাছে রয়েছে। সেই সব অপরাধীকে ঈদের আগে গ্রেপ্তার করা প্রয়োজন। তাহলে অপরাধ কমে যাবে।’
কোতোয়ালি মডেল থানার ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘গাঙ্গিনারপাড় গুরুত্বপূর্ণ একটি এলাকা। অপরাধপ্রবণতাও তুলনামূলক বেশি। যোগদানের ১০ দিনের মধ্যে তিন নারী ছিনতাইকারীকে গ্রেপ্তারসহ চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করেছি। ঈদ সামনে রেখে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘বাংলা নববর্ষ, ঈদ, দুর্গাপূজায় সুযোগসন্ধানী একটি চক্র অপরাধ করার চেষ্টা করে। এবারের ঈদ সামনে রেখে বিশেষ করে নারী ছিনতাইকারী চক্রটিকে আমরা ধরার চেষ্টা করছি। এ চক্রের মূল সদস্যদের ধরতে পারলেও অনেক ছিনতাই রোধ করা সম্ভব হবে।’
জেলার পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘স্বভাবতই রমজানের ঈদ সামনে রেখে এক ধরনের অপরাধীর দৌরাত্ম্য বাড়ে—বিশেষ করে ছোটখাটো চুরি, ছিনতাই ও পকেটমারের। সে বিষয়টি মাথায় রেখে পুলিশি টহল বাড়ানো হয়েছে। মানুষ যেন শপিং করে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৪ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৫ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৭ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২৪ দিন আগে