আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি খালের ওপর দোকানঘর নির্মাণ করছেন এক ব্যক্তি। ইতিমধ্যে কাঠের অবকাঠামো তৈরি করা হয়েছে। এতে টিনের ছাউনি দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা বাজারে সরকারি খালের একপাশ দখল করে স্থানীয় বাসিন্দা মহিদুল হাওলাদার প্রায় ৫০ হাত লম্বা ওই দোকানঘর নির্মাণ করছেন।
সজিব সরদার নামের এক ব্যক্তি বলেন, খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। এই ধরনের দোকান নির্মাণ বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
নাম প্রকাশ না করার শর্তে মাগুরা বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, এর আগেও সরকারি খাল দখল করে কয়েকজন দোকান নির্মাণ করেছেন। এখন মহিদুল সরকারি খাল দখল করে প্রায় ৫০ হাত দীর্ঘ দোকানঘর নির্মাণ করছেন। নিচে সিমেন্টের খুঁটি ব্যবহার করা হয়েছে। এর ওপর কাঠের কাজ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, মিজান আকন ও রাজিব ফকির বলেন, ‘আমরা এই সরকারি খাল রক্ষার দাবি জানাই। খালের পানি প্রবাহ বন্ধ করলে কৃষকদের সেচের সমস্যা হবে। আমরা প্রশাসনের কাছে অভিযান চালিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
স্থানীয় ব্যবসায়ী আরমান তালুকদার বলেন, ‘এ ক্ষেত্রে দখলের খবর পাওয়া মাত্রই দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে সরকারি সম্পত্তি দখল অনেকটাই কমে আসবে।’
রাজিহারের ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, ‘আমার ইউনিয়নের মধ্যে যাঁরা সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, তাঁদের নিষেধ করে কাজ বন্ধ রাখা হয়েছে। এরপরও যদি কেউ যদি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।’
জানতে চাইলে মহিদুল হাওলাদার বলেন, ‘আমি স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই দোকানঘর নির্মাণ করছি।’
ইউএনও আবুল হাশেম বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দোকানঘর অপসারণের ব্যবস্থা করা হবে। দখলদারেরা যতই প্রভাবশালী হোক না কেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি খালের ওপর দোকানঘর নির্মাণ করছেন এক ব্যক্তি। ইতিমধ্যে কাঠের অবকাঠামো তৈরি করা হয়েছে। এতে টিনের ছাউনি দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, উপজেলার রাজিহার ইউনিয়নের মাগুরা বাজারে সরকারি খালের একপাশ দখল করে স্থানীয় বাসিন্দা মহিদুল হাওলাদার প্রায় ৫০ হাত লম্বা ওই দোকানঘর নির্মাণ করছেন।
সজিব সরদার নামের এক ব্যক্তি বলেন, খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে। এই ধরনের দোকান নির্মাণ বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
নাম প্রকাশ না করার শর্তে মাগুরা বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, এর আগেও সরকারি খাল দখল করে কয়েকজন দোকান নির্মাণ করেছেন। এখন মহিদুল সরকারি খাল দখল করে প্রায় ৫০ হাত দীর্ঘ দোকানঘর নির্মাণ করছেন। নিচে সিমেন্টের খুঁটি ব্যবহার করা হয়েছে। এর ওপর কাঠের কাজ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন, মিজান আকন ও রাজিব ফকির বলেন, ‘আমরা এই সরকারি খাল রক্ষার দাবি জানাই। খালের পানি প্রবাহ বন্ধ করলে কৃষকদের সেচের সমস্যা হবে। আমরা প্রশাসনের কাছে অভিযান চালিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
স্থানীয় ব্যবসায়ী আরমান তালুকদার বলেন, ‘এ ক্ষেত্রে দখলের খবর পাওয়া মাত্রই দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলে সরকারি সম্পত্তি দখল অনেকটাই কমে আসবে।’
রাজিহারের ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার বলেন, ‘আমার ইউনিয়নের মধ্যে যাঁরা সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন, তাঁদের নিষেধ করে কাজ বন্ধ রাখা হয়েছে। এরপরও যদি কেউ যদি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।’
জানতে চাইলে মহিদুল হাওলাদার বলেন, ‘আমি স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই দোকানঘর নির্মাণ করছি।’
ইউএনও আবুল হাশেম বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দোকানঘর অপসারণের ব্যবস্থা করা হবে। দখলদারেরা যতই প্রভাবশালী হোক না কেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪