Ajker Patrika

সেতুমন্ত্রীর নামে ভুয়া আইডি

নিজস্ব প্রতিবেদক
সেতুমন্ত্রীর নামে ভুয়া আইডি

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে অসংখ্য ভুয়া আইডি খুলেছে দুর্বৃত্তরা। এসব আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি বা কোনো কনটেন্টে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।

আজ শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সেতুমন্ত্রীর নামে অনেক ফেসবুক ভুয়া আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করা হচ্ছে। সেতুমন্ত্রীর নামে অনেকে এসব আইডি চালাচ্ছেন, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরো বলা হয়, প্রকৃতপক্ষে সেতুমন্ত্রীর ফেসবুক আইডি ভেরিফাইড। ভেরিফাইড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি বা কোনো কন্টেন্টে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত