অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বাসমতী চালকে ‘পাকিস্তানের পণ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতীয় কর্মকর্তারা বলছেন, নিউজিল্যান্ডে যে বাসমতী চাল পাওয়া যায়, তাতে ইতিমধ্যে ভারতের লোগো মার্ক নিবন্ধন রয়েছে। অন্যদিকে পাকিস্তানের এমন কোনো নিবন্ধন নেই। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ বা এপিইডিএ বিভিন্ন দেশে বাসমতী চালের নাম ও লোগো-সংক্রান্ত নিবন্ধন ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে। এই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ‘কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাসমতী চালের মালিকানা নিয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান জিতেছে। কিন্তু এটি সত্য নয়।’
ওই কর্মকর্তা আরও জানান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় জমা দেওয়া এপিইডিএর আবেদনগুলো এখনো সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বিবেচনাধীন রয়েছে এবং এখন পর্যন্ত নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ায় পাকিস্তানের কোনো ট্রেডমার্ক নিবন্ধন মঞ্জুর করা হয়নি।
অন্যদিকে, পাকিস্তান দাবি করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বাসমতী চালের মালিকানা নিয়ে ভারতের বিরুদ্ধে তাদের দাবি স্বীকৃতি পেয়েছে। তবে ভারতীয় কর্মকর্তারা এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
এপিইডিএ ইতিমধ্যে নিউজিল্যান্ডে বাসমতী চালের জন্য লোগো মার্ক নিবন্ধন করেছে, যা পাকিস্তানের নেই। এ ছাড়া, অস্ট্রেলিয়ায় বাসমতী চালের নাম ও লোগো সনদ ট্রেডমার্ক নিবন্ধনের জন্য এপিইডিএর আবেদন এখনো বিবেচনাধীন রয়েছে।
বাসমতী চাল বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ও মূল্যবান পণ্য। ভারত ও পাকিস্তান উভয়ই এই চালের উৎপাদন ও রপ্তানিতে অগ্রগণ্য। গত কয়েক বছর ধরে বাসমতী চালের ভৌগোলিক নির্দেশক (জিআই) ট্যাগ ও ট্রেডমার্ক নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে।
ভারতের মতে, বাসমতী চালের উৎপত্তি ও ঐতিহ্য ভারতের সঙ্গে জড়িত এবং এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। অন্যদিকে, পাকিস্তানও বাসমতী চালের উৎপাদন ও রপ্তানিতে তাদের ভূমিকা দাবি করে আসছে।
ভারতীয় কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের দাবি ভিত্তিহীন এবং বাসমতী চালের মালিকানা নিয়ে ভারতের আইনি অধিকার সুপ্রতিষ্ঠিত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কোথাও পাকিস্তানের কোনো আবেদন মঞ্জুর করা হয়নি।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বাসমতী চালকে ‘পাকিস্তানের পণ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতীয় কর্মকর্তারা বলছেন, নিউজিল্যান্ডে যে বাসমতী চাল পাওয়া যায়, তাতে ইতিমধ্যে ভারতের লোগো মার্ক নিবন্ধন রয়েছে। অন্যদিকে পাকিস্তানের এমন কোনো নিবন্ধন নেই। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ বা এপিইডিএ বিভিন্ন দেশে বাসমতী চালের নাম ও লোগো-সংক্রান্ত নিবন্ধন ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে। এই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ‘কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাসমতী চালের মালিকানা নিয়ে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান জিতেছে। কিন্তু এটি সত্য নয়।’
ওই কর্মকর্তা আরও জানান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় জমা দেওয়া এপিইডিএর আবেদনগুলো এখনো সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বিবেচনাধীন রয়েছে এবং এখন পর্যন্ত নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ায় পাকিস্তানের কোনো ট্রেডমার্ক নিবন্ধন মঞ্জুর করা হয়নি।
অন্যদিকে, পাকিস্তান দাবি করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বাসমতী চালের মালিকানা নিয়ে ভারতের বিরুদ্ধে তাদের দাবি স্বীকৃতি পেয়েছে। তবে ভারতীয় কর্মকর্তারা এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
এপিইডিএ ইতিমধ্যে নিউজিল্যান্ডে বাসমতী চালের জন্য লোগো মার্ক নিবন্ধন করেছে, যা পাকিস্তানের নেই। এ ছাড়া, অস্ট্রেলিয়ায় বাসমতী চালের নাম ও লোগো সনদ ট্রেডমার্ক নিবন্ধনের জন্য এপিইডিএর আবেদন এখনো বিবেচনাধীন রয়েছে।
বাসমতী চাল বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ও মূল্যবান পণ্য। ভারত ও পাকিস্তান উভয়ই এই চালের উৎপাদন ও রপ্তানিতে অগ্রগণ্য। গত কয়েক বছর ধরে বাসমতী চালের ভৌগোলিক নির্দেশক (জিআই) ট্যাগ ও ট্রেডমার্ক নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে।
ভারতের মতে, বাসমতী চালের উৎপত্তি ও ঐতিহ্য ভারতের সঙ্গে জড়িত এবং এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। অন্যদিকে, পাকিস্তানও বাসমতী চালের উৎপাদন ও রপ্তানিতে তাদের ভূমিকা দাবি করে আসছে।
ভারতীয় কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের দাবি ভিত্তিহীন এবং বাসমতী চালের মালিকানা নিয়ে ভারতের আইনি অধিকার সুপ্রতিষ্ঠিত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কোথাও পাকিস্তানের কোনো আবেদন মঞ্জুর করা হয়নি।
২ বছর পূর্ণ করে বাংলাদেশে তৃতীয় বছরে পা দিল তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান ‘কই তে’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশান আউটলেটে এক বিশেষ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘কই তে’র সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা, চিফ বিজনেস অফিসার মি লাউ ইয়ং কিয়ং, কই তে বাংলাদেশের এবং ট্যাড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক...
২০ ঘণ্টা আগেইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় সার্কুলার ইকোনমি নিয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০ ঘণ্টা আগেদেশজুড়ে উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া ফ্ল্যাগশিপ কর্মসূচি জিপি অ্যাক্সিলারেটরের ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্যাপন করেছে গ্রামীণফোন। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গালা নাইট আয়োজনের মাধ্যমে অনুপ্রেরণামূলক এই উদ্যোগ উদ্যাপন করে
২০ ঘণ্টা আগেঈদ উৎসবকে আরও জমজমাট করে তুলতে চলে এসেছে শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড বাটার নতুন কালেকশন ‘স্টারলাইট’। অনন্য এই কালেকশন আপনার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি ঈদের আনন্দকেও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার রুচি ক্ল্যাসিক বা আধুনিক—যেমনই হোক না কেন, বাটার নতুন এই কালেকশন আপনার প্রতিটি মুহূর্তকে আরও বেশি আনন্দদায়ক
২০ ঘণ্টা আগে