নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে এক মাসের ব্যবধানে প্রায় ৮ হাজার শতাংশ বেড়েছে এসএমই প্ল্যাটফর্মের হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম। এমন অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে কোম্পানির শেয়ারের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত ৩০ আগস্ট বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে এক চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
হিমাদ্রির শেয়ার দরের অস্বাভাবিক গতিবিধির জন্য গত ২৭ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের ওপর এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ, স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে থাকার শর্ত পরিপালন করতে ব্যর্থ হওয়ায় হিমাদ্রি লিমিটেডকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় সাড়ে ৬ বছর ওটিসিতে থাকার পর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কোম্পানিটিকে এসএমই বোর্ডে স্থানান্তর করা হয়।
ওটিসি মার্কেটে সর্বশেষ ২০১৪ সালের ৮ মার্চ হিমাদ্রির শেয়ার কেনাবেচা হয়। সেদিন এর শেয়ারের দাম ছিল ৮ টাকা। এসএমইতে তালিকাভুক্তির পর ২৭ এপ্রিল শেয়ারটির দাম বেড়ে হয় ৩৮ টাকা ৮০ পয়সা। এর পর থেকে টানা দাম বাড়তে থাকে কোম্পানিটির শেয়ারের। গতকাল বুধবার শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ৩৭৬ টাকা। অর্থাৎ চার মাসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ।
এদিকে ডিএসইকে তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনও (৩১ আগস্ট) ডিএসইতে হিমাদ্রির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে। দিনশেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সা।
এর আগে গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ার দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। ২৯ আগস্ট শেয়ারদর ৩ হাজার ৬৯ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৩০ টাকা ৪০ পয়সা বা ৭ হাজার ৮১০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারে এক মাসের ব্যবধানে প্রায় ৮ হাজার শতাংশ বেড়েছে এসএমই প্ল্যাটফর্মের হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম। এমন অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে কোম্পানির শেয়ারের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত ৩০ আগস্ট বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে এক চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
হিমাদ্রির শেয়ার দরের অস্বাভাবিক গতিবিধির জন্য গত ২৭ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের ওপর এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ, স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে থাকার শর্ত পরিপালন করতে ব্যর্থ হওয়ায় হিমাদ্রি লিমিটেডকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় সাড়ে ৬ বছর ওটিসিতে থাকার পর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কোম্পানিটিকে এসএমই বোর্ডে স্থানান্তর করা হয়।
ওটিসি মার্কেটে সর্বশেষ ২০১৪ সালের ৮ মার্চ হিমাদ্রির শেয়ার কেনাবেচা হয়। সেদিন এর শেয়ারের দাম ছিল ৮ টাকা। এসএমইতে তালিকাভুক্তির পর ২৭ এপ্রিল শেয়ারটির দাম বেড়ে হয় ৩৮ টাকা ৮০ পয়সা। এর পর থেকে টানা দাম বাড়তে থাকে কোম্পানিটির শেয়ারের। গতকাল বুধবার শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ৩৭৬ টাকা। অর্থাৎ চার মাসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ।
এদিকে ডিএসইকে তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনও (৩১ আগস্ট) ডিএসইতে হিমাদ্রির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে। দিনশেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সা।
এর আগে গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ার দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। ২৯ আগস্ট শেয়ারদর ৩ হাজার ৬৯ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৩০ টাকা ৪০ পয়সা বা ৭ হাজার ৮১০ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ থেকে আম ও ইলিশ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছেন চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো। গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠককালে তিনি এই আগ্রহের কথা জানান। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আল
৯ মিনিট আগেমিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন সুমিত পোদ্দার। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ প্রকল্প অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৬ হাজার ৭১৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৪২৬ কোটি ১৭ লাখ
৫ ঘণ্টা আগেদেশের আমদানি সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অসংগতিপূর্ণ বা ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতে নির্ধারিত পণ্যের বিল পরিশোধ করতে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ত্রুটিপূর্ণ আমদানি বিল গ্রহণে সংশ্লিষ্ট আমদানি পণ্যে কোনোরূপ পরিবর্তন করার সুযোগ থাকবে না। আর অসংগতি
৬ ঘণ্টা আগে