নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ২০২১–২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর আজ রোববার প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর অর্থাৎ প্রায় সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আর দেশের দুই পুঁজিবাজারে রোববার মোট লেনদেনের পরিমাণ প্রায় ২ হাজার ৮১৯ কাটি টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৭১০ কোটি টাকা।
জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর রোববার দেশের পুঁজিবাজারে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচকও আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ্ সূচক বাড়লেও লেনদেনকৃত ২০১ টির প্রতিষ্ঠানের দাম কমেছে, বেড়েছে ১৪৫ টির এবং ২০ টির দাম অপরিবর্তিত ছিল।
রেকর্ড লেনদেনের দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ২৯৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইফাদ অটোস ৬১ কোটি ২৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে এবং ৫৯ কোটি ৩২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।
এ ছাড়া রোববার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হচ্ছে-রূপালী ইন্স্যুরেন্স, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এসএস স্টিল এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।
রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সিএসইতেও মূল্য সূচক কমেছে ৩৬ পয়েন্ট। আর লেনদেনকৃত ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩ টির দাম কমেছে, ১৩০ টির, দাম বেড়েছে এবং ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে করপোরেট কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে।
তবে কালো টাকা বৈধ করার বিষয়ে এবারের বাজেটে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। ফলে চলতি ২০২০–২১ অর্থবছরে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ রয়েছে, তা আগামী অর্থবছর আর থাকছে না বলে মনে করা হচ্ছে।
ঢাকা: ২০২১–২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর আজ রোববার প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর অর্থাৎ প্রায় সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আর দেশের দুই পুঁজিবাজারে রোববার মোট লেনদেনের পরিমাণ প্রায় ২ হাজার ৮১৯ কাটি টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৭১০ কোটি টাকা।
জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর রোববার দেশের পুঁজিবাজারে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচকও আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ্ সূচক বাড়লেও লেনদেনকৃত ২০১ টির প্রতিষ্ঠানের দাম কমেছে, বেড়েছে ১৪৫ টির এবং ২০ টির দাম অপরিবর্তিত ছিল।
রেকর্ড লেনদেনের দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ২৯৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইফাদ অটোস ৬১ কোটি ২৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে এবং ৫৯ কোটি ৩২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।
এ ছাড়া রোববার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হচ্ছে-রূপালী ইন্স্যুরেন্স, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এসএস স্টিল এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।
রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সিএসইতেও মূল্য সূচক কমেছে ৩৬ পয়েন্ট। আর লেনদেনকৃত ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩ টির দাম কমেছে, ১৩০ টির, দাম বেড়েছে এবং ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে করপোরেট কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে।
তবে কালো টাকা বৈধ করার বিষয়ে এবারের বাজেটে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। ফলে চলতি ২০২০–২১ অর্থবছরে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ রয়েছে, তা আগামী অর্থবছর আর থাকছে না বলে মনে করা হচ্ছে।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
৫ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
৫ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
৬ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
৬ ঘণ্টা আগে