Ajker Patrika

 পুঁজিবাজারে সাড়ে ১০ বছরে সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক
 পুঁজিবাজারে সাড়ে ১০ বছরে সর্বোচ্চ লেনদেন

ঢাকা: ২০২১–২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর আজ রোববার প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর অর্থাৎ প্রায় সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আর দেশের দুই পুঁজিবাজারে রোববার মোট লেনদেনের পরিমাণ প্রায় ২ হাজার ৮১৯ কাটি টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৭১০ কোটি টাকা।

জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর রোববার দেশের পুঁজিবাজারে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচকও আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ্ সূচক বাড়লেও লেনদেনকৃত ২০১ টির প্রতিষ্ঠানের দাম কমেছে, বেড়েছে ১৪৫ টির এবং ২০ টির দাম অপরিবর্তিত ছিল।

রেকর্ড লেনদেনের দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ২৯৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইফাদ অটোস ৬১ কোটি ২৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে এবং ৫৯ কোটি ৩২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।

এ ছাড়া রোববার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হচ্ছে-রূপালী ইন্স্যুরেন্স, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এসএস স্টিল এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।

রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সিএসইতেও মূল্য সূচক কমেছে ৩৬ পয়েন্ট। আর লেনদেনকৃত ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩ টির দাম কমেছে, ১৩০ টির, দাম বেড়েছে এবং ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে করপোরেট কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে।

তবে কালো টাকা বৈধ করার বিষয়ে এবারের বাজেটে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। ফলে চলতি ২০২০–২১ অর্থবছরে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ রয়েছে, তা আগামী অর্থবছর আর থাকছে না বলে মনে করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত