নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ২০২১–২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর আজ রোববার প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর অর্থাৎ প্রায় সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আর দেশের দুই পুঁজিবাজারে রোববার মোট লেনদেনের পরিমাণ প্রায় ২ হাজার ৮১৯ কাটি টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৭১০ কোটি টাকা।
জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর রোববার দেশের পুঁজিবাজারে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচকও আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ্ সূচক বাড়লেও লেনদেনকৃত ২০১ টির প্রতিষ্ঠানের দাম কমেছে, বেড়েছে ১৪৫ টির এবং ২০ টির দাম অপরিবর্তিত ছিল।
রেকর্ড লেনদেনের দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ২৯৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইফাদ অটোস ৬১ কোটি ২৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে এবং ৫৯ কোটি ৩২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।
এ ছাড়া রোববার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হচ্ছে-রূপালী ইন্স্যুরেন্স, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এসএস স্টিল এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।
রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সিএসইতেও মূল্য সূচক কমেছে ৩৬ পয়েন্ট। আর লেনদেনকৃত ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩ টির দাম কমেছে, ১৩০ টির, দাম বেড়েছে এবং ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে করপোরেট কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে।
তবে কালো টাকা বৈধ করার বিষয়ে এবারের বাজেটে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। ফলে চলতি ২০২০–২১ অর্থবছরে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ রয়েছে, তা আগামী অর্থবছর আর থাকছে না বলে মনে করা হচ্ছে।
ঢাকা: ২০২১–২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর আজ রোববার প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৬৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর অর্থাৎ প্রায় সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন। আর দেশের দুই পুঁজিবাজারে রোববার মোট লেনদেনের পরিমাণ প্রায় ২ হাজার ৮১৯ কাটি টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৭১০ কোটি টাকা।
জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর রোববার দেশের পুঁজিবাজারে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। রোববার লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচকও আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ্ সূচক বাড়লেও লেনদেনকৃত ২০১ টির প্রতিষ্ঠানের দাম কমেছে, বেড়েছে ১৪৫ টির এবং ২০ টির দাম অপরিবর্তিত ছিল।
রেকর্ড লেনদেনের দিনে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ২৯৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ইফাদ অটোস ৬১ কোটি ২৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে দ্বিতীয় স্থানে এবং ৫৯ কোটি ৩২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ।
এ ছাড়া রোববার ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হচ্ছে-রূপালী ইন্স্যুরেন্স, রবি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এসএস স্টিল এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স।
রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। সিএসইতেও মূল্য সূচক কমেছে ৩৬ পয়েন্ট। আর লেনদেনকৃত ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩ টির দাম কমেছে, ১৩০ টির, দাম বেড়েছে এবং ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে করপোরেট কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে।
তবে কালো টাকা বৈধ করার বিষয়ে এবারের বাজেটে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। ফলে চলতি ২০২০–২১ অর্থবছরে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ রয়েছে, তা আগামী অর্থবছর আর থাকছে না বলে মনে করা হচ্ছে।
বিদায়ী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন গত দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত এডিপির আওতায় বরাদ্দ ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ কোটি টাকা। অথচ শেষ পর্যন্ত খরচ হয়েছে মাত্র ১ লাখ ৫২ হাজার ৪৫০ কোটি, অর্থাৎ বাস্তবায়ন হার দাঁড়িয়েছে মাত্র ৬৭.৮৫ শতাংশ, যা ২০০৪-০৫ অর
১ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন, জলাবদ্ধতা কিংবা লবণাক্ততা মোকাবিলায় দেশে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়ছে। টেকসই উন্নয়ন ও সবুজ প্রবৃদ্ধিকে কেন্দ্র করে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টেকসই ও সবুজ খাতে মোট ১,৭০৪ কোটি টাকা বেশি বিনিয়োগ করেছে।
১ ঘণ্টা আগেদেশের রপ্তানি প্রবাহে আরও বড় হয়ে উঠছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। ২০২৪-২৫ অর্থবছরে বেপজার আওতাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে রপ্তানি হয়েছে ৮.২২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের বছরের তুলনায় ১৬.২২ শতাংশ বেশি। জাতীয় রপ্তানিতে সংস্থাটির একক অবদান দাঁড়িয়েছে ১৭.০৩ শতা
১ ঘণ্টা আগেআইপিও ফান্ডের ৮০ কোটি ১১ লাখ টাকার অনিয়মের কারণে এক মাসের মধ্যে ৯০ কোটি টাকা জমা দিতে হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডকে। তা না হলে ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) পাঁচজন পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা দিতে হবে।
১৩ ঘণ্টা আগে