নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানি ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁর সন্তানকে ১৫ লাখ শেয়ার উপহার দিচ্ছেন। আর ভাইস চেয়ারম্যান আলমগীর কবির তাঁর স্ত্রী–সন্তানদের প্রায় ৬০ লাখ শেয়ার উপহার দিচ্ছেন।
গতকাল মঙ্গলবার জাহাঙ্গীর আলম তাঁর ছেলেকে এবং আলমগীর কবির তাঁর দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে এসব শেয়ার উপহার দেওয়ার কথা জানান। সম্পর্কে জাহাঙ্গীর আলম ও আলমগীর কবির দুই ভাই। এ দুই ভাই মিলে তাঁদের পরিবারের ছয় সদস্যকে ৭৫ লাখ শেয়ার উপহার দিচ্ছেন।
ক্রাউন সিমেন্ট ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালক হিসেবে নিয়ম অনুযায়ী এই শেয়ার হস্তান্তরের কথা জানানো হয়। ফলে গতকাল এ তথ্য দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ডিএসই তথ্য অনুযায়ী, আলমগীর কবির তাঁর স্ত্রী কামরুন নাহারকে ১৫ লাখ, আর চার সন্তানের মধ্যে ছেলে সোলায়মান কবিরকে ২৯ লাখ ৭০ হাজার, অপর তিন সন্তানের মধ্যে মেয়ে রাইসা কবির, ছেলে রায়হানুল কবির ও মেয়ে নুসাইবা কবিরকে ৫ লাখ করে মোট ১৫ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকার বাজারে গতকাল দিন শেষে ক্রাউন সিমেন্টের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে স্ত্রী-সন্তানদের উপহার দেওয়া শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ২৮ কোটি টাকা।
অন্যদিকে জাহাঙ্গীর আলম তাঁর ছেলে সালেহীন মুশফিক সাদাফকে প্রায় ৭ কোটি টাকার বাজারমূল্যের ১৫ লাখ শেয়ার উপহার দিচ্ছেন। তাতে সব মিলিয়ে দুই ভাই তাঁদের পরিবারের সদস্যদের প্রায় ৩৫ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন।
কোম্পানি সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানদের ধীরে ধীরে ব্যবসায় যুক্ত করার অংশ হিসেবে শেয়ার উপহার দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলমগীর কবিরের চার সন্তানের মধ্যে সোলায়মান কবির এরই মধ্যে ব্যবসায় যুক্ত রয়েছেন, তবে তিনি কোম্পানির পর্ষদে নেই। তাঁকে পর্ষদে যুক্ত করতে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণে সর্বোচ্চ ২৯ লাখ ৭০ হাজার শেয়ার উপহার দেওয়া হচ্ছে। এই শেয়ার উপহার পেলে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধান অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধন অনুপাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হয়। এই শর্ত পূরণ করে স্ত্রী-সন্তানদের ধীরে ধীরে কোম্পানির পরিচালনা পর্ষদে যুক্ত করতে শেয়ার উপহার দিচ্ছেন আলমগীর কবির।
শেয়ার উপহারের বিষয়ে আলমগীর কবির বলেন, ‘পারিবারিক সিদ্ধান্তে আমরা আমাদের কিছু ব্যবসার সঙ্গে উত্তরাধিকারদের যুক্ত করতে চাই। সে জন্য তাদের প্রস্তুত করতে সময় লাগবে। তারই অংশ হিসেবে স্ত্রী ও চার সন্তানকে কিছু শেয়ার উপহার দেওয়া হচ্ছে। এর মধ্যে ছেলে সোলায়মান কবির আগে থেকেই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। তাই তাকে ন্যূনতম ২ শতাংশ শেয়ার দেওয়া হচ্ছে, যাতে কোম্পানির পরিচালনা পর্ষদে যুক্ত হতে আইনি কোনো বাধ্যবাধকতা না থাকে।’
আলমগীর কবির আরও বলেন, ‘আমরা নতুন নতুন ব্যবসা সম্প্রসারণ করছি। তাই সন্তানদের পুরোনো ব্যবসাগুলো দায়িত্ব দিয়ে আমরা নতুন ব্যবসায় বেশি সময় দিতে চাই।’
বর্তমানে ক্রাউন সিমেন্টের শেয়ারধারীদের মধ্য থেকে পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে রয়েছেন—মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মনজু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা ও পরিচালক আলমাস শিমুল। এই পাঁচজনের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলমগীর কবির ও আলমাস শিমুল তিন ভাই। আর মোল্লা মোহাম্মদ মনজু ও মিজানুর রহমান মোল্লা দুই ভাই। আবার সম্পর্কে এই পাঁচজন মামাতো-ফুপাতো ভাই।
দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানি ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁর সন্তানকে ১৫ লাখ শেয়ার উপহার দিচ্ছেন। আর ভাইস চেয়ারম্যান আলমগীর কবির তাঁর স্ত্রী–সন্তানদের প্রায় ৬০ লাখ শেয়ার উপহার দিচ্ছেন।
গতকাল মঙ্গলবার জাহাঙ্গীর আলম তাঁর ছেলেকে এবং আলমগীর কবির তাঁর দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীকে এসব শেয়ার উপহার দেওয়ার কথা জানান। সম্পর্কে জাহাঙ্গীর আলম ও আলমগীর কবির দুই ভাই। এ দুই ভাই মিলে তাঁদের পরিবারের ছয় সদস্যকে ৭৫ লাখ শেয়ার উপহার দিচ্ছেন।
ক্রাউন সিমেন্ট ২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালক হিসেবে নিয়ম অনুযায়ী এই শেয়ার হস্তান্তরের কথা জানানো হয়। ফলে গতকাল এ তথ্য দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ডিএসই তথ্য অনুযায়ী, আলমগীর কবির তাঁর স্ত্রী কামরুন নাহারকে ১৫ লাখ, আর চার সন্তানের মধ্যে ছেলে সোলায়মান কবিরকে ২৯ লাখ ৭০ হাজার, অপর তিন সন্তানের মধ্যে মেয়ে রাইসা কবির, ছেলে রায়হানুল কবির ও মেয়ে নুসাইবা কবিরকে ৫ লাখ করে মোট ১৫ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকার বাজারে গতকাল দিন শেষে ক্রাউন সিমেন্টের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। সেই হিসাবে স্ত্রী-সন্তানদের উপহার দেওয়া শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ২৮ কোটি টাকা।
অন্যদিকে জাহাঙ্গীর আলম তাঁর ছেলে সালেহীন মুশফিক সাদাফকে প্রায় ৭ কোটি টাকার বাজারমূল্যের ১৫ লাখ শেয়ার উপহার দিচ্ছেন। তাতে সব মিলিয়ে দুই ভাই তাঁদের পরিবারের সদস্যদের প্রায় ৩৫ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন।
কোম্পানি সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানদের ধীরে ধীরে ব্যবসায় যুক্ত করার অংশ হিসেবে শেয়ার উপহার দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলমগীর কবিরের চার সন্তানের মধ্যে সোলায়মান কবির এরই মধ্যে ব্যবসায় যুক্ত রয়েছেন, তবে তিনি কোম্পানির পর্ষদে নেই। তাঁকে পর্ষদে যুক্ত করতে ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণে সর্বোচ্চ ২৯ লাখ ৭০ হাজার শেয়ার উপহার দেওয়া হচ্ছে। এই শেয়ার উপহার পেলে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধান অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই ব্যক্তিকে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধন অনুপাতে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ করতে হয়। এই শর্ত পূরণ করে স্ত্রী-সন্তানদের ধীরে ধীরে কোম্পানির পরিচালনা পর্ষদে যুক্ত করতে শেয়ার উপহার দিচ্ছেন আলমগীর কবির।
শেয়ার উপহারের বিষয়ে আলমগীর কবির বলেন, ‘পারিবারিক সিদ্ধান্তে আমরা আমাদের কিছু ব্যবসার সঙ্গে উত্তরাধিকারদের যুক্ত করতে চাই। সে জন্য তাদের প্রস্তুত করতে সময় লাগবে। তারই অংশ হিসেবে স্ত্রী ও চার সন্তানকে কিছু শেয়ার উপহার দেওয়া হচ্ছে। এর মধ্যে ছেলে সোলায়মান কবির আগে থেকেই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। তাই তাকে ন্যূনতম ২ শতাংশ শেয়ার দেওয়া হচ্ছে, যাতে কোম্পানির পরিচালনা পর্ষদে যুক্ত হতে আইনি কোনো বাধ্যবাধকতা না থাকে।’
আলমগীর কবির আরও বলেন, ‘আমরা নতুন নতুন ব্যবসা সম্প্রসারণ করছি। তাই সন্তানদের পুরোনো ব্যবসাগুলো দায়িত্ব দিয়ে আমরা নতুন ব্যবসায় বেশি সময় দিতে চাই।’
বর্তমানে ক্রাউন সিমেন্টের শেয়ারধারীদের মধ্য থেকে পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে রয়েছেন—মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মনজু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা ও পরিচালক আলমাস শিমুল। এই পাঁচজনের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আলমগীর কবির ও আলমাস শিমুল তিন ভাই। আর মোল্লা মোহাম্মদ মনজু ও মিজানুর রহমান মোল্লা দুই ভাই। আবার সম্পর্কে এই পাঁচজন মামাতো-ফুপাতো ভাই।
পয়লা বৈশাখ উপলক্ষে বিটিআই প্রধান কার্যালয়ে ‘Colors of Boishakh’ উৎসবের আয়োজন করে। Asian Paints-এর সহযোগিতায় এ আয়োজনে আলপনা, বর্ণিল সাজ ও প্রাণবন্ত পরিবেশ কর্মীদের মধ্যে আনন্দ ও টিম স্পিরিট জাগিয়ে তোলে।
৮ মিনিট আগেপুঁজিবাজারের উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আগামী ১৫ মের মধ্যে কৌশলপত্র প্রণয়ন করা হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ভবনে বিভিন্ন অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১৪ মিনিট আগেকমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন কিমিয়া সাদাত। ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি তিনি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তিনি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা
২১ মিনিট আগেসরকারি ক্রয়ে অংশীজনদের অন্তর্ভুক্তি ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ে তৃণমূল পর্যায়ে আলোচনা নিয়ে এসেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা থেকে প্রায় ২৫৫ কিলোমিটার দূরে ভোলার প্রত্যন্ত উপকূলীয় উপজেলা
৩৬ মিনিট আগে