নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হঠাৎ করে দেশের পুঁজিবাজারে বড় উল্লম্ফন দেখিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল)। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ শতাংশের বেশি। অর্থাৎ পাঁচ দিনে কোম্পানিটির ১০০ টাকার শেয়ারে মুনাফা হয়েছে ৫২ টাকার বেশি।
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুঁজিবাজারেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারের এই দাম বাড়াকে অস্বাভাবিক বলছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকেও কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক আখ্যায়িত করা হয়েছে।
ডিএসই থেকে জানানো হয়েছে, কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ডিএসই থেকে নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে এবং লেনদেন বেড়েছে, তার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই থেকে এমন তথ্য দেওয়া হলেও গত সপ্তাহজুড়ে এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল। এতে সপ্তাহজুড়েই ডিএসইতে দাম বাড়ার শীর্ষস্থান দখল করে কোম্পানিটির শেয়ার।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ দশমিক ১৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ১০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৪৪ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১১ টাকা ৭০ পয়সা।
অন্যভাবে বললে, গত সপ্তাহের লেনদেনের শুরুতেই কোনো বিনিয়োগকারী কোম্পানিটির ১০ লাখ টাকার শেয়ার কিনলে বর্তমানে তার বাজারমূল্য ১৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা। অর্থাৎ ১০ লাখ টাকায় মাত্র পাঁচ দিনেই লাভ পাওয়া যাচ্ছে ৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা।
হঠাৎ করে দেশের পুঁজিবাজারে বড় উল্লম্ফন দেখিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল)। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ শতাংশের বেশি। অর্থাৎ পাঁচ দিনে কোম্পানিটির ১০০ টাকার শেয়ারে মুনাফা হয়েছে ৫২ টাকার বেশি।
দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পুঁজিবাজারেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ারের এই দাম বাড়াকে অস্বাভাবিক বলছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকেও কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক আখ্যায়িত করা হয়েছে।
ডিএসই থেকে জানানো হয়েছে, কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ডিএসই থেকে নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে এবং লেনদেন বেড়েছে, তার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই থেকে এমন তথ্য দেওয়া হলেও গত সপ্তাহজুড়ে এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল। এতে সপ্তাহজুড়েই ডিএসইতে দাম বাড়ার শীর্ষস্থান দখল করে কোম্পানিটির শেয়ার।
গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫২ দশমিক ১৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ১০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৪৪ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৭ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ১১ টাকা ৭০ পয়সা।
অন্যভাবে বললে, গত সপ্তাহের লেনদেনের শুরুতেই কোনো বিনিয়োগকারী কোম্পানিটির ১০ লাখ টাকার শেয়ার কিনলে বর্তমানে তার বাজারমূল্য ১৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা। অর্থাৎ ১০ লাখ টাকায় মাত্র পাঁচ দিনেই লাভ পাওয়া যাচ্ছে ৫ লাখ ২১ হাজার ৩৬৭ টাকা।
প্রতিযোগিতামূলক মূল্যে আগামী পাঁচ বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন করে উচ্চমানের গম আমদানি করতে দেশটির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং আমেরিকার পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস...
২ ঘণ্টা আগে৩৫ শতাংশ পাল্টা শুল্কের চাপ লাঘবে সমঝোতা চুক্তি করতে বাংলাদেশ অধীর অপেক্ষায় রয়েছে। তবে সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)। এ নিয়ে তৃতীয় ও চূড়ান্ত দফা আলোচনার সময়সূচি চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো ইমেইলের জবাবে আরও অপেক্ষা করতে বলা হয়েছে।
১৩ ঘণ্টা আগেজীবনের নিরাপত্তা নিশ্চিতে মানুষ যখন জীবনবিমা করেন, তখন তাঁদের প্রত্যাশা থাকে, দুঃসময়ে একটি আশ্রয় মিলবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, সেই আশ্রয় বানিয়ে রাখা ছাদই ভেঙে পড়ছে। প্রতিবছর লাখ লাখ জীবনবিমা পলিসি বাতিল বা তামাদি হয়ে যাচ্ছে শুধু সময়মতো প্রিমিয়াম না দেওয়ার কারণে।
১৩ ঘণ্টা আগেঅনুকূল আবহাওয়া ও যথাযথ পরিচর্যার ফলে এবার টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন হয়েছে। বাজারে ছড়িয়ে পড়েছে সুস্বাদু ক্যালেন্ডার জাতের আনারস। প্রতিদিন জলছত্র কৃষি মার্কেট, গারোবাজার, মোটেরবাজারসহ বিভিন্ন স্থান থেকে দেশের নানা প্রান্তে যাচ্ছে প্রায় ৩ কোটি টাকার আনারস।
১৩ ঘণ্টা আগে