Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ শিক্ষার্থীকে গভর্নর স্কলারশিপ দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ শিক্ষার্থীকে গভর্নর স্কলারশিপ দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০ ও অর্থনীতি বিভাগের ৬০ মেধাবী শিক্ষার্থীকে গভর্নর স্কলারশিপ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। 

এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো: নাসের। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ; বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সেখানে ছিলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুইডা) এই বৃত্তির পৃষ্ঠপোষক ছিলেন।

প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের বলেন, ‘গভর্নর স্কলারশিপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি বিভাগের সেরাদের জন্য একটি স্বীকৃতি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দেওয়া বৃত্তি থেকে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হয়েছে। সে জন্য আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ধন্যবাদ জানাই। সমাজের উন্নয়নে সহায়তা করা সংস্থা এবং ব্যক্তি উভয়েরই দায়িত্ব। আমি আশা করি, অন্যান্য গ্রুপ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ শিক্ষার সুবিধার্থে এগিয়ে আসবে এবং জাতির সমৃদ্ধিতে অবদান রাখবে।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, ‘শিক্ষার সাথে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আমাদের দেশের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া মানেই দেশের ভবিষ্যতের কল্যাণে কাজ করা। তাই শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আবারও সাহায্য করতে পেরে স্ট্যান্ডার্ড চার্টার্ড গর্বিত।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এক দশকের বেশি সময় ধরে গভর্নর স্কলারশিপ দিয়ে আসছে। শিক্ষার্থীদের দুর্দান্ত একাডেমিক পারফর্ম্যান্সের স্বীকৃতিস্বরূপ এটি দেওয়া হয়। নীতি প্রণয়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ভূমিকাকে সম্মান জানাতে এই পুরস্কারটির নামকরণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত