Ajker Patrika

বিএসএফআইসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান, সম্পাদক সাদেকুর

বিএসএফআইসির অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান, সম্পাদক সাদেকুর

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মো. সালমান ফারসি ও সাধারণ সম্পাদক পদে মো. সাদেকুর রহমান নির্বাচিত হয়েছেন। 

গত ২৪ মে অফিসার্স অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড সুচারুভাবে পরিচালনার জন্য এবং সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য দুই বছরের জন্য সাধারণ পরিষদের মাধ্যমে এই কার্য নির্বাহী পরিষদ গঠিত হয়। 

অ্যাসোসিয়েশনের কার্যাবলি পরিচালনার জন্য ১৩ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী পরিষদের মেয়াদ দুই বছর। কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন নির্বাচিত সদস্য হলেন সহসভাপতি মো. শাহজাহান হোসেন, সহসাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মজুমদার, অর্থ সম্পাদক মো. মোখলেস মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ সিদ্দিকী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক মো. জহুরুল ইসলাম। পাঁচজন কার্যনির্বাহী সদস্য মো. আহসান হাবিব, মিজ লুৎফুননেছা, গোলাম রব্বানী, মিজ রওশন আরা ও মো. মাহবুবুল আলম। 

নির্বাচনী ফলাফল ঘোষণার পর বিএসএফআইসির কর্মকর্তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ২০১৩ সালে কর্মকর্তাদের সরাসরি ভোটে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ নির্বাচিত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত