ভিয়েতনাম-বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বাণিজ্য সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করা জরুরি বলে মত দিয়েছেন উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা। গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম ২০২৫’-এ এমন আহ্বান জানান তাঁরা।
ভিয়েতনামের ১৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এই ফোরামে অংশ নেয়, যার নেতৃত্ব দেন শিল্প ও বাণিজ্য-বিষয়ক ডেপুটি মিনিস্টার ফ্যান থি থ্যাং। তিনি বলেন, উভয় দেশ একে অপরের পণ্যে এখনো উচ্চ ট্যারিফ আরোপ করে রেখেছে। ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা অপসারণ এবং পরিবহন ও লজিস্টিকস ব্যবস্থাকে সহজ করলে কৃষি, পর্যটন, ওষুধ, মৎস্য ও আইসিটি খাতে অগাধ সম্ভাবনা উন্মোচিত হবে। একই সঙ্গে তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান বলেন, বাণিজ্য সম্প্রসারণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা। এগুলো দূর করতে পারলে লেনদেন অনেক সহজ হবে।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে, যার বড় অংশ এখনো অনাবিষ্কৃত। অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও তথ্যপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ গড়ার সময় এখনই।
ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন মান কোং যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর কথা বলেন। ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান দুই দেশের মধ্যে বাণিজ্য ভিসা সহজীকরণ এবং উদ্যোক্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার বাণিজ্য সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করা জরুরি বলে মত দিয়েছেন উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা। গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত ‘ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরাম ২০২৫’-এ এমন আহ্বান জানান তাঁরা।
ভিয়েতনামের ১৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এই ফোরামে অংশ নেয়, যার নেতৃত্ব দেন শিল্প ও বাণিজ্য-বিষয়ক ডেপুটি মিনিস্টার ফ্যান থি থ্যাং। তিনি বলেন, উভয় দেশ একে অপরের পণ্যে এখনো উচ্চ ট্যারিফ আরোপ করে রেখেছে। ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা অপসারণ এবং পরিবহন ও লজিস্টিকস ব্যবস্থাকে সহজ করলে কৃষি, পর্যটন, ওষুধ, মৎস্য ও আইসিটি খাতে অগাধ সম্ভাবনা উন্মোচিত হবে। একই সঙ্গে তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান বলেন, বাণিজ্য সম্প্রসারণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা। এগুলো দূর করতে পারলে লেনদেন অনেক সহজ হবে।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে, যার বড় অংশ এখনো অনাবিষ্কৃত। অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও তথ্যপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ গড়ার সময় এখনই।
ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন মান কোং যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর কথা বলেন। ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান দুই দেশের মধ্যে বাণিজ্য ভিসা সহজীকরণ এবং উদ্যোক্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের অধিকাংশ মানুষের জীবিকা এখনো কৃষিনির্ভর। কৃষিক্ষেত্রে নতুন উদ্যোগের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর সংকটে টিকে থাকতে কৃষকদের ঋণের চাহিদা বেড়েই চলেছে। অথচ বাস্তবতা হলো, চাহিদা থাকলেও কৃষি খাতে অর্থায়ন নিয়ে উদাসীন অবস্থান নিয়েছে ব্যাংকগুলো। সাম্প্রতিক তথ্য বলছে, একটি অর্থবছরের ব্যবধানে
৩ মিনিট আগেহঠাৎ ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। গত ছয় দিনে ৩৪ হাজার ২০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়ছে এবং দামও কমতে শুরু করেছে।
৭ মিনিট আগেপথচলার এক যুগে পদার্পণ করল বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা। সাফল্যগাথা ১১টি বছর পেরিয়ে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ২০২৫ ইউএস-বাংলা এয়ারলাইনস ১২তম বর্ষে পা রাখল। একাদশ বর্ষপূর্তি উপলক্ষে সব শুভানুধ্যায়ীকে ইউএস-বাংলা জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
২ ঘণ্টা আগেবাংলাদেশের তরুণদের আর্থিক লেনদেন আরও সহজ করতে মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও শীর্ষস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান পাঠাও পে যৌথভাবে একটি রিয়েল টাইম কম্পেনিয়ন প্রিপেইড কার্ড চালু করার ঘোষণা দিয়েছে। এই কার্ডগুলো বিশেষভাবে তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে, যা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়
৩ ঘণ্টা আগে