Ajker Patrika

ফুডপ্যান্ডার ডিলনাও ক্যাম্পেইনে ১২৫ টাকা ছাড়

বিজ্ঞপ্তি
ফুডপ্যান্ডার ডিলনাও ক্যাম্পেইনে ১২৫ টাকা ছাড়

দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম সম্প্রতি ‘ডিলনাও’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় ফুডপ্যান্ডা গ্রাহকেরা হারফি, ম্যাডশেফ, সিরাজ চুই গোস্ত, সুলতান’স ডাইন, টেকআউট, চিলক্স, কাচ্চি ভাইসহ বিভিন্ন জনপ্রিয় রেস্টুরেন্ট থেকে নির্দিষ্ট টাকার খাবার অর্ডারে ১২৫ টাকা ছাড় পাবেন।

এ ক্যাম্পেইন থেকে ছাড় পেতে গ্রাহককে ফুডপ্যান্ডা অ্যাপে প্রবেশ করে ডিলনাও সেকশনে যেতে হবে। সেখান থেকে রেস্টুরেন্ট নির্বাচন করে পছন্দের খাবার কার্টে যোগ করার পর “DEALNAO” নামে ভাউচারটি ব্যবহার করতে হবে।

ক্যাম্পেইন প্রসঙ্গে ফুডপ্যান্ডার গ্রোথ অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর প্রাসুন জাদন বলেন, গ্রাহককেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে ফুডপ্যান্ডা সবসময় গ্রাহকদের স্বাচ্ছন্দ্য দেওয়ার পাশাপাশি সাশ্রয়ের বিষয়টিকেও গুরুত্ব দেয়। এরই ধারাবাহিকতায় আমরা ডিলনাও নামে একটি ক্যাম্পেইন চালু করেছি, যার ফলে গ্রাহকরা নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে নির্দিষ্ট মূল্যের খাবার অর্ডার করে ১২৫ টাকা ছাড় উপভোগের সুযোগ পাবেন।

অফারটি চলতি বছরের মার্চ পর্যন্ত চালু থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত