গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টারে রমজান মাসে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় প্রতিদিন প্রায় ১৩ হাজার শ্রমিক-কর্মচারী ইফতার করেন। কিন্তু গতকাল রোববার কর্তৃপক্ষ ছাড়াও পাঁচ শ্রমিক নিজেদের ব্যবস্থাপনায় শরবত-জাতীয় পানীয় তৈরি করে পান করেন। এই পানীয় পান করে তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছে ওয়ালটন পরিবার।
পাঁচজন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনায় শরবত-জাতীয় পানীয় তৈরি করে পান করার কিছুক্ষণ পর তাঁদের মধ্যে তিনজন অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে ওয়ালটনের মেডিকেল টিম তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কারখানার নিজস্ব অ্যাম্বুলেন্সে করে দ্রুত পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় তিন শ্রমিক মারা যান। পরবর্তী সময় আরেক শ্রমিক অসুস্থ হলে তাঁকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুচিকিৎসার ব্যবস্থা নিয়েছে কারাখানা কর্তৃপক্ষ।
এদিকে এক বিজ্ঞপ্তিতে তিন শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ওয়ালটন পরিবার। মারা যাওয়া শ্রমিকদের অকালপ্রয়াণ ওয়ালটন পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওয়ালটন জানায়, ওয়ালটন কর্তৃপক্ষ সব সময়ই ক্ষতিগ্রস্ত সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ। কর্তৃপক্ষ প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে আছে এবং থাকবে বলে জানায়। এ ছাড়া শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি কোম্পানির পলিসি অনুযায়ী কমপ্লায়েন্স মেনে (ইনস্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি) যথাযথ সুবিধাসহ তাঁদের পরিবারকে এর অতিরিক্ত আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিকে ওয়ালটন কারখানায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর সুস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে যে খাবার সরবরাহ করা হয়, তা ব্যতিরেকে অন্য খাবার গ্রহণ না করার জন্য ওয়ালটনের সদস্যদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ওয়ালটন কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তাঁদের শোকে আজ সোমবার কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টারে রমজান মাসে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় প্রতিদিন প্রায় ১৩ হাজার শ্রমিক-কর্মচারী ইফতার করেন। কিন্তু গতকাল রোববার কর্তৃপক্ষ ছাড়াও পাঁচ শ্রমিক নিজেদের ব্যবস্থাপনায় শরবত-জাতীয় পানীয় তৈরি করে পান করেন। এই পানীয় পান করে তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোক জানিয়েছে ওয়ালটন পরিবার।
পাঁচজন শ্রমিক নিজস্ব ব্যবস্থাপনায় শরবত-জাতীয় পানীয় তৈরি করে পান করার কিছুক্ষণ পর তাঁদের মধ্যে তিনজন অসুস্থবোধ করেন। তাৎক্ষণিকভাবে ওয়ালটনের মেডিকেল টিম তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কারখানার নিজস্ব অ্যাম্বুলেন্সে করে দ্রুত পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় তিন শ্রমিক মারা যান। পরবর্তী সময় আরেক শ্রমিক অসুস্থ হলে তাঁকেও ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুচিকিৎসার ব্যবস্থা নিয়েছে কারাখানা কর্তৃপক্ষ।
এদিকে এক বিজ্ঞপ্তিতে তিন শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ওয়ালটন পরিবার। মারা যাওয়া শ্রমিকদের অকালপ্রয়াণ ওয়ালটন পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওয়ালটন জানায়, ওয়ালটন কর্তৃপক্ষ সব সময়ই ক্ষতিগ্রস্ত সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ। কর্তৃপক্ষ প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে আছে এবং থাকবে বলে জানায়। এ ছাড়া শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি কোম্পানির পলিসি অনুযায়ী কমপ্লায়েন্স মেনে (ইনস্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি) যথাযথ সুবিধাসহ তাঁদের পরিবারকে এর অতিরিক্ত আরও আর্থিক সহায়তা দেওয়া হবে।
এদিকে ওয়ালটন কারখানায় নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর সুস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যকর ও নিরাপদ খাবার সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে যে খাবার সরবরাহ করা হয়, তা ব্যতিরেকে অন্য খাবার গ্রহণ না করার জন্য ওয়ালটনের সদস্যদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ওয়ালটন কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তাঁদের শোকে আজ সোমবার কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে চলমান এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় এক বিলিয়ন ডলার তৎক্ষণাৎ বিতরণের অনুমোদন দিয়েছে। ভারতের অভিযোগ, এ অর্থ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সীমান্তে সন্ত্রাসবাদে ব্যবহৃত হতে পারে।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া এবং ১৮৪টি দেশ ও অঞ্চলের ওপর শুল্ক আরোপের ঘোষণার মধ্য দিয়ে বাণিজ্যিক মন্দা দেখা দিয়েছে। শুল্ক হিসাব করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ চীন। তবে রপ্তানির তথ্য বলছে, ট্রাম্পের এমন শুল্কের পরও চীনের অর্থনীতি নতুন বার্তা দিচ্ছে।
১৩ ঘণ্টা আগেবৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে পাকিস্তান সরকার ৬০ দিনের জন্য সোনা, রত্নপাথর ও গয়না রপ্তানি-আমদানির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে।
১৪ ঘণ্টা আগেপাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আইএমএফকে গভীরভাবে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। পাকিস্তানের জন্য আর্থিক সহায়তার বিষয়টি পর্যালোচনার এক দিন আগে আজ বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘আইএমএফ বোর্ডের উচিত ‘নিজেদের ভেতরে গভীরভাবে তাকানো’ এবং পাকিস্তানকে উদারভাবে সহায়তা দেওয়ার আগে
১৫ ঘণ্টা আগে