Ajker Patrika

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো ইয়ামাহার এমটি ১৫ ভার্সন ২.০ বাইক

অনলাইন ডেস্ক
Thumbnail image

এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে ইয়ামাহার ৯৯ টিরও বেশি ৩ এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে। এরই মধ্যে এসিআই মটরস বাংলাদেশের বাজারে ২ লাখ মোটরসাইকেল বিক্রি করেছে এবং ১৫০ সিসি সেগমেন্টে ইয়ামাহা শীর্ষস্থানে রয়েছে। 

প্রতি বছর ইয়ামাহা গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল বাজারে নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এসিআই মটরস্ ২ ডিসেম্বর তারিখে এসিএই সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করলো ইয়ামাহার প্রিমিয়াম নেকেড স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল এমটি ১৫ ভার্সন ২.০। অত্যাধুনিক প্রযুক্তির ১৫৫ সিসির এই মোটরসাইকেলটিতে রয়েছে ভি ভি এ প্রযুক্তির ইঞ্জিন, ইউ এস ডি সাসপেনশন, এল ই ডি টেইল লাইট, ব্লুটুথ কানেকটিভিটি সহ অসাধারণ সব ফিচার। ৪টি ভিন্ন ভিন্ন রং এ পাওয়া যাবে এই বাইকটি। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত