বিজ্ঞপ্তি
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের তিনটি জনপ্রিয় মনিটর মডেলের দাম কমিয়েছে। ফলে গ্রাহকেরা এখন আরও সাশ্রয়ী মূল্যে উন্নত স্পেসিফিকেশনের মনিটরগুলো কিনতে পারবেন। এটি কোনো সীমিত সময়ের অফার নয়; বরং এখন থেকে নতুন দামে ওয়ালটনের প্লাজা, অনুমোদিত ডিলার আউটলেট এবং অফিশিয়াল ওয়েবসাইটে এ মনিটর মডেলগুলো পাওয়া যাচ্ছে।
জনপ্রিয় মডেলগুলো হলো ACC—WWF 13 C 22 I, CiNEXA—WD 238 I 11, CiNED—WD 27 GI 06
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘প্রাণবন্ত ভিজ্যুয়াল, স্টাইলিশ ডিজাইন এবং ব্যবহারবান্ধব ফিচারে সমৃদ্ধ ওয়ালটনের এ মনিটরগুলো অফিশিয়াল কাজ, অনলাইন ক্লাস, প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন ও গেমিং পারফরম্যান্সের জন্য হতে পারে একটি নির্ভরযোগ্য প্রযুক্তি সঙ্গী।’
মডেলগুলোর নতুন মূল্য ও ফিচার বিবরণ—
১. ACC WWF 13 C 22I মডেল—নতুন মূল্য: ৮,৯৯৫ টাকা (আগে ছিল ৯,২৫০ টাকা)।
ফিচার: ১০০ হার্টজ রিফ্রেশ রেট, ৫ এমএস রেসপন্স টাইম, এইচডিআর সাপোর্ট এবং ৮৫ শতাংশ এনটিএসসি কালার গ্যামাট। ২টি বিল্ট-ইন ৩ ওয়াটের স্পিকার থাকায় আলাদা সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয় না। লো ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি টেকনোলজি চোখের আরাম নিশ্চিত করে। এইচডিএমআই, ভিজিএ, ভিইএসএ মাউন্ট এবং ওয়াই বা টি-কেপ স্ট্যান্ডসহ প্রয়োজনীয় সব ধরনের কানেকটিভিটি ও ফিচার এতে রয়েছে।
২. CiNEXA WD 238 I 11 মডেল—নতুন মূল্য: ১৫,৭৫০ টাকা (আগে ছিল ১৭,৭৫০ টাকা)।
ফিচার: ২৩.৮ ইঞ্চির আইপিএস প্যানেলের এই মনিটরে রয়েছে ৭৫ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ও ফ্রিসিংক সাপোর্ট, বিল্ট-ইন স্পিকার এবং ইউএসবি ৩.০সহ একাধিক আধুনিক পোর্ট সুবিধা। তিন দিকে ফ্রেমলেস ডিজাইন, অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, পিভট ও হাইট অ্যাডজাস্টমেন্ট ফিচার এটিকে আরও ব্যবহারবান্ধব করে তুলেছে।
৩. CiNED WD 27 GI 06—নতুন মূল্য: ৩২,৭৫০ টাকা (আগে ছিল ৩৩,৭৫০ টাকা)।
ফিচার: ২৭ ইঞ্চির কিউএইচডি আইপিএস ডিসপ্লেসমৃদ্ধ এই মনিটরে রয়েছে ১৬৫ হার্টজ (ডিপি) ও ১৪৪ হার্টজ (এইচডিএমআই) রিফ্রেশ রেট, ১ এমএস রেসপন্স টাইম, এইচডিআর সাপোর্ট এবং এনটিএসসি ৯৩ শতাংশ ও অ্যাডোব আরজিবি ৯৫ শতাংশ কালার গ্যামাট। এতে আছে ২টি ২ ওয়াটের বিল্ট-ইন স্পিকার, ফ্লিকার-ফ্রি ও লো ব্লু লাইট টেকনোলজি, তিন দিকে ফ্রেমলেস ডিজাইন এবং ব্যাকলাইটিং সুবিধা। কানেকটিভিটির জন্য রয়েছে এইচডিএমআই ২.০ ও ডিপি ১.৪ পোর্ট, অডিও আউট এবং ভিইএসএ মাউন্ট সাপোর্ট।
অত্যাধুনিক অ্যাডজাস্টেবল স্ট্যান্ডটি হাইট, টিল্ট, সুইভেল ও পিভট সাপোর্ট করে, যা গেমার ও প্রফেশনাল ইউজারদের জন্য এটিকে আদর্শ করে তোলে।
প্রতিটি মডেলের সঙ্গে থাকছে নির্ধারিত ওয়ারেন্টি সুবিধা এবং দেশব্যাপী দ্রুততম আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য প্রযুক্তি অভিজ্ঞতা দেবে।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের তিনটি জনপ্রিয় মনিটর মডেলের দাম কমিয়েছে। ফলে গ্রাহকেরা এখন আরও সাশ্রয়ী মূল্যে উন্নত স্পেসিফিকেশনের মনিটরগুলো কিনতে পারবেন। এটি কোনো সীমিত সময়ের অফার নয়; বরং এখন থেকে নতুন দামে ওয়ালটনের প্লাজা, অনুমোদিত ডিলার আউটলেট এবং অফিশিয়াল ওয়েবসাইটে এ মনিটর মডেলগুলো পাওয়া যাচ্ছে।
জনপ্রিয় মডেলগুলো হলো ACC—WWF 13 C 22 I, CiNEXA—WD 238 I 11, CiNED—WD 27 GI 06
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, ‘প্রাণবন্ত ভিজ্যুয়াল, স্টাইলিশ ডিজাইন এবং ব্যবহারবান্ধব ফিচারে সমৃদ্ধ ওয়ালটনের এ মনিটরগুলো অফিশিয়াল কাজ, অনলাইন ক্লাস, প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন ও গেমিং পারফরম্যান্সের জন্য হতে পারে একটি নির্ভরযোগ্য প্রযুক্তি সঙ্গী।’
মডেলগুলোর নতুন মূল্য ও ফিচার বিবরণ—
১. ACC WWF 13 C 22I মডেল—নতুন মূল্য: ৮,৯৯৫ টাকা (আগে ছিল ৯,২৫০ টাকা)।
ফিচার: ১০০ হার্টজ রিফ্রেশ রেট, ৫ এমএস রেসপন্স টাইম, এইচডিআর সাপোর্ট এবং ৮৫ শতাংশ এনটিএসসি কালার গ্যামাট। ২টি বিল্ট-ইন ৩ ওয়াটের স্পিকার থাকায় আলাদা সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয় না। লো ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি টেকনোলজি চোখের আরাম নিশ্চিত করে। এইচডিএমআই, ভিজিএ, ভিইএসএ মাউন্ট এবং ওয়াই বা টি-কেপ স্ট্যান্ডসহ প্রয়োজনীয় সব ধরনের কানেকটিভিটি ও ফিচার এতে রয়েছে।
২. CiNEXA WD 238 I 11 মডেল—নতুন মূল্য: ১৫,৭৫০ টাকা (আগে ছিল ১৭,৭৫০ টাকা)।
ফিচার: ২৩.৮ ইঞ্চির আইপিএস প্যানেলের এই মনিটরে রয়েছে ৭৫ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর ও ফ্রিসিংক সাপোর্ট, বিল্ট-ইন স্পিকার এবং ইউএসবি ৩.০সহ একাধিক আধুনিক পোর্ট সুবিধা। তিন দিকে ফ্রেমলেস ডিজাইন, অ্যাডজাস্টেবল স্ট্যান্ড, পিভট ও হাইট অ্যাডজাস্টমেন্ট ফিচার এটিকে আরও ব্যবহারবান্ধব করে তুলেছে।
৩. CiNED WD 27 GI 06—নতুন মূল্য: ৩২,৭৫০ টাকা (আগে ছিল ৩৩,৭৫০ টাকা)।
ফিচার: ২৭ ইঞ্চির কিউএইচডি আইপিএস ডিসপ্লেসমৃদ্ধ এই মনিটরে রয়েছে ১৬৫ হার্টজ (ডিপি) ও ১৪৪ হার্টজ (এইচডিএমআই) রিফ্রেশ রেট, ১ এমএস রেসপন্স টাইম, এইচডিআর সাপোর্ট এবং এনটিএসসি ৯৩ শতাংশ ও অ্যাডোব আরজিবি ৯৫ শতাংশ কালার গ্যামাট। এতে আছে ২টি ২ ওয়াটের বিল্ট-ইন স্পিকার, ফ্লিকার-ফ্রি ও লো ব্লু লাইট টেকনোলজি, তিন দিকে ফ্রেমলেস ডিজাইন এবং ব্যাকলাইটিং সুবিধা। কানেকটিভিটির জন্য রয়েছে এইচডিএমআই ২.০ ও ডিপি ১.৪ পোর্ট, অডিও আউট এবং ভিইএসএ মাউন্ট সাপোর্ট।
অত্যাধুনিক অ্যাডজাস্টেবল স্ট্যান্ডটি হাইট, টিল্ট, সুইভেল ও পিভট সাপোর্ট করে, যা গেমার ও প্রফেশনাল ইউজারদের জন্য এটিকে আদর্শ করে তোলে।
প্রতিটি মডেলের সঙ্গে থাকছে নির্ধারিত ওয়ারেন্টি সুবিধা এবং দেশব্যাপী দ্রুততম আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদি ও নির্ভরযোগ্য প্রযুক্তি অভিজ্ঞতা দেবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি হ্রাস ও রেসিপ্রোকাল ট্যারিফ সুবিধা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ এক বছরের মধ্যে মার্কিন বাজার থেকে অতিরিক্ত দেড় বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানির পরিকল্পনা নিয়েছে। বাণিজ্যিক ভারসাম্য ফিরিয়ে আনতে সরকার একদিকে যেমন বৃহৎ পরিসরে সরকারি আমদানির অর্ডার বাড়াচ্ছে...
৪ ঘণ্টা আগেদেশের ওয়াক্ফ এস্টেটগুলোর দীর্ঘস্থায়ী সংকট নিরসন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ‘ওয়াক্ফ এস্টেটসমূহের সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলামোটরে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের প্রধান কার্যালয়ের মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগেইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের একটি সভা আজ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান সভায় সভাপতিত্ব করেন।
৬ ঘণ্টা আগেঅত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা নিয়ে এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা এখন নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। বিটিআই ল্যান্ডমার্ক ১৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকায় এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
৮ ঘণ্টা আগে