Ajker Patrika

‘ছয় দফাকে বাদ দিয়ে স্বাধীনতা চিন্তা করা যায় না’

বিজ্ঞপ্তি
Thumbnail image

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, ‘ছয় দফাকে বাদ দিয়ে স্বাধীনতা চিন্তা করা যায় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার মাধ্যমে পুরো জাতিকে একত্রিত ও উজ্জীবিত করেছিলেন। তাই ছয় দফাকে আমাদের স্বাধীনতার মূলমন্ত্র হিসেবে কোনো বাক্য ব্যয় ছাড়াই স্বীকার করতে হবে। ছয় দফার মাধ্যমে আমাদের অন্তর্নিহিত এক দফা দাবি স্বাধীনতা বাস্তবায়িত হয়েছে।’ 

আজ বুধবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ‘স্বাধীনতার মূলমন্ত্র: ছয় দফা’ শীর্ষক গণবক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোজাম্মেল এসব কথা বলেন। এতে তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু মৃত্যু নিশ্চিত জেনেও ছয় দফা থেকে পিছিয়ে আসেননি। তাই, বাংলাদেশের ইতিহাসে ছয় দফাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বর্ণখচিত অধ্যায় হিসেবে মূল্যায়ন করা হয়।’ 

বাউবির উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক মো. জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য দেন উপ-উপাচার্য মাহবুবা নাসরীন (শিক্ষা) ও ট্রেজারার মোস্তফা আজাদ কামাল। 

উপাচার্য হুমায়ুন বলেন, ‘বঙ্গবন্ধুর ছয় দফা একটি দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত ছিল। ছয়দফা জাতিকে সাহস জুগিয়েছে, মুক্তির স্বপ্ন দেখিয়েছে। এরপর’ ৬৯-এর গণ-অভ্যুত্থান, ’ ৭০-এর নির্বাচন ও’ ৭১-এ মুক্তিযুদ্ধ সবকিছুই অন্তর্নিহিত ছিল ছয় দফায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত