আজকের পত্রিকা ডেস্ক
ভারতের আপত্তির পরও পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রতিশ্রুত ঋণ কর্মসূচির আওতায় ১ বিলিয়ন ডলারের কিস্তি ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল শুক্রবার ওয়াশিংটনে আইএমএফ পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সেসঙ্গে জলবায়ু সহনশীলতা তহবিলের অধীনে নতুন করে ১.৪ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করেছে।
এক বিবৃতিতে আইএমএফ বলেছে, ‘চলমান কর্মসূচির আওতায় পাকিস্তান সরকারের নীতিগত প্রচেষ্টা ইতিমধ্যেই অর্থনীতিকে স্থিতিশীল করার ক্ষেত্রে এবং বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও আস্থা পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’
শুক্রবার ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির প্রথম পর্যালোচনা অনুমোদনের ফলে মোট ছাড় হল ২ বিলিয়ন ডলার। প্রথম কিস্তির ১ বিলিয়ন ডলার আগে ছাড় হয়েছে। তবে জলবায়ু সহনশীলতা তহবিল থেকে এখনও কোনো অর্থ ছাড় হয়নি।
এই সভার আগের পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত পাকিস্তানের জন্য ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের কাছে আপত্তি তুলে ধরে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে উদ্বেগ জানিয়ে ঋণ কর্মসূচি নিয়ে ‘বিস্তৃত পর্যালোচনা’ দাবি করে দেশটি।
সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর এক হামলায় ২৬ জন নিহত হয়, যার জেরে দুই দেশের মধ্যে গত তিন দশকের সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আইএমএফ বোর্ড সভায় ভারত দাবি করেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের এই কর্মসূচি ও ঋণের অর্থ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কার যথেষ্ট বাস্তবতা আছে।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, ‘আইএমএফ কর্মসূচি নস্যাৎ করার ভারতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’
উল্লেখ্য, বর্তমান উত্তেজনার আগেই ৭ বিলিয়ন ডলারের ঋণ ও ১.৪ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল— উভয় কর্মসূচি নিয়ে স্টাফ-পর্যায়ের সমঝোতা সম্পন্ন হয়েছিল।
ভারতের আপত্তির পরও পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রতিশ্রুত ঋণ কর্মসূচির আওতায় ১ বিলিয়ন ডলারের কিস্তি ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল শুক্রবার ওয়াশিংটনে আইএমএফ পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সেসঙ্গে জলবায়ু সহনশীলতা তহবিলের অধীনে নতুন করে ১.৪ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করেছে।
এক বিবৃতিতে আইএমএফ বলেছে, ‘চলমান কর্মসূচির আওতায় পাকিস্তান সরকারের নীতিগত প্রচেষ্টা ইতিমধ্যেই অর্থনীতিকে স্থিতিশীল করার ক্ষেত্রে এবং বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও আস্থা পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’
শুক্রবার ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির প্রথম পর্যালোচনা অনুমোদনের ফলে মোট ছাড় হল ২ বিলিয়ন ডলার। প্রথম কিস্তির ১ বিলিয়ন ডলার আগে ছাড় হয়েছে। তবে জলবায়ু সহনশীলতা তহবিল থেকে এখনও কোনো অর্থ ছাড় হয়নি।
এই সভার আগের পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত পাকিস্তানের জন্য ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের কাছে আপত্তি তুলে ধরে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে উদ্বেগ জানিয়ে ঋণ কর্মসূচি নিয়ে ‘বিস্তৃত পর্যালোচনা’ দাবি করে দেশটি।
সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর এক হামলায় ২৬ জন নিহত হয়, যার জেরে দুই দেশের মধ্যে গত তিন দশকের সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আইএমএফ বোর্ড সভায় ভারত দাবি করেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের এই কর্মসূচি ও ঋণের অর্থ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কার যথেষ্ট বাস্তবতা আছে।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে বলেন, ‘আইএমএফ কর্মসূচি নস্যাৎ করার ভারতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’
উল্লেখ্য, বর্তমান উত্তেজনার আগেই ৭ বিলিয়ন ডলারের ঋণ ও ১.৪ বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল— উভয় কর্মসূচি নিয়ে স্টাফ-পর্যায়ের সমঝোতা সম্পন্ন হয়েছিল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় কাস্টমসের ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) রাতে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ কমিটি গঠন করা হয়।
৪ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছেন রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংগঠনগুলো। এরই মধ্যে তাঁরা স্ব-স্ব সদস্যদের নির্ধারিত ফরম্যাটে ক্ষতি হওয়া পণ্যের তালিকা দিতে চিঠি দিয়েছে। এক দুদিনের মধ্যেই কার্গো ভিলেজে কি পরিমাণ পণ্য ছিল তার সঠিক তথ্য
৬ ঘণ্টা আগেসিটি ব্যাংক পিএলসির সাম্প্রতিক পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের পরিচালক রুবেল আজিজকে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। একজন খ্যাতনামা শিল্পপতি ও উদ্যোক্তা রুবেল আজিজ যুক্তরাজ্য থেকে ব্যবসা প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত থেকে দেশের সামাজিক-অর্থনৈতিক উন
৭ ঘণ্টা আগেবাংলা ভাষায় প্রণীত ‘আয়কর আইন, ২০২৩’-এর অথেনটিক ইংলিশ টেক্সট বা ইংরেজি সংস্করণ সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বৃহস্পতিবার এই গেজেট প্রকাশিত হয় বলে গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সংস্থাটি।
৭ ঘণ্টা আগে