Ajker Patrika

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড পেল আইএফআইসি ব্যাংক

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৮: ১০
বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড পেল আইএফআইসি ব্যাংক

দেশের আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবনী সেবায় অবদান রাখার জন্য বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড পেয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার-ব্যাংক’ ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি। 

গত শনিবার রাজধানীর র‍্যাডিসন  ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে এই সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক হস্তান্তর করেন। 

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক গীতাঙ্ক দেবদীপ দত্ত ও ব্রাঞ্চ বিজনেস ডিভিশনের প্রধান মো. রফিকুল ইসলাম সম্মাননা স্মারক গ্রহণ করেন। 

আইএফআইসি ব্যাংক সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ১ হাজার ৩০০ বেশি শাখা-উপশাখার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ‘ওয়ান স্টপ সার্ভিস’-এর সেবা দেওয়ার মাধ্যমে আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত করছে। 

বাংলাদেশ ব্রান্ড ফোরামের আয়োজনে ও বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডের দ্বিতীয় এই আসর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

News Hub