Ajker Patrika

গ্রাহকদের বিল পরিশোধ সহজীকরণ করতে বিপিডিবি ও উপায়-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২২: ০১
গ্রাহকদের বিল পরিশোধ সহজীকরণ করতে বিপিডিবি ও উপায়-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)-এর প্রি-পেইড গ্রাহকদের বিল পরিশোধ সহজীকরণ করতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়ের সঙ্গে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

উপায়ের চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান এবং বিপিডিবির প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদপ্তরের পরিচালক মৃগাঙ্ক মোহন পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের মহাব্যবস্থাপক-বাণিজ্যিক পরিচালন মো. মফিজুল ইসলাম, পরিচালক-বাণিজ্যিক পরিচালন খন্দকার নাজমুল হোসেন, অতিরিক্ত পরিচালক (তহবিল ও বাজেট) ছালেহ আহাম্মদসহ সিনিয়র কর্মকর্তারা এবং উপায় থেকে চিফ বিজনেস অফিসার ইমন কল্যাণ দত্ত, হেড অব গভমেন্ট সেলস হাসান মো. জাহিদ ও ডিজিএম-গভমেন্ট সেলস মোহাম্মদ মকবুল হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত