Ajker Patrika

কমিউনিটি ব্যাংকের চতুর্থ বার্ষিকী উদ্‌যাপন 

কমিউনিটি ব্যাংকের চতুর্থ বার্ষিকী উদ্‌যাপন 

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। ব্যাংকের বর্ষপূর্তি উপলক্ষে আজ সোমবার সকাল ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয় ১৮টি শাখা ও দুটি উপশাখার কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকেরা অনলাইনে যুক্ত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান গ্রাহক, শুভানুধ্যায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘কমিউনিটি ব্যাংক শুধু বাংলাদেশ পুলিশ বাহিনীর নয়, দেশের নাগরিকের ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকিং খাতের সুশাসন সমুন্নত রেখে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। আমি আশা করি কমিউনিটি ব্যাংক আগামী দিনে আকর্ষণীয় ব্যাংকিং প্রোডাক্ট চালু এবং গ্রাহকদের আরও উন্নত সেবা দিয়ে আস্থা অর্জনের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখবে।’

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে স্মরণীয় করে রাখতে ব্যাংকের চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে কেক কাটেন। এ সময় উপস্থিত ছিলেন—মো. কামরুল আহসান বিপিএম (বার), এ্যাডিশনাল আইজি, অ্যাডমিন, বাংলাদেশ পুলিশ, এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম, মহাপরিচালক (এ্যাডিশনাল আইজি) র‍্যাব, মো. মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), এ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, এস এম রুহুল আমিন, এ্যাডিশনাল আইজি, অ্যান্টি-টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ, মো. মাজহারুল ইসলাম, এ্যাডিশনাল আইজি, এলএন্ডএএ, বাংলাদেশ পুলিশ, মো. আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), এ্যাডিশনাল আইজি, ক্রাইম অ্যান্ড অপারেশনস, বাংলাদেশ পুলিশ, আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, এ্যাডিশনাল আইজি, ফাইন্যান্স, বাংলাদেশ পুলিশ, মো. আমিনুল ইসলাম, বিপিএম (বার), ডিআইজি, প্রশাসন, বাংলাদেশ পুলিশ প্রমুখ।

 ২০১৯ সালে দেশের ব্যাংকিং সেক্টরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যাত্রা শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত