Ajker Patrika

বিইউএফটি, এসআইসিআইপি ও শিন শিন গ্রুপের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই

বিজ্ঞপ্তি  
Thumbnail image
বিইউএফটি, এসআইসিআইপি ও শিন শিন গ্রুপের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সই। ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) সঙ্গে সিস্টেম ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) ও শিন শিন গ্রুপের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। গতকাল সোমবার এসআইসিআইপি কার্যালয়ে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস খাতে দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবন এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও এসআইসিআইপির নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, শিন শিন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিইউএফটির ট্রেজারার অধ্যাপক মো. আলমগীর হোসেন এবং বিইউএফটির রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান।

এসআইসিআইপি, অর্থ মন্ত্রণালয়ের অধীনে, বাংলাদেশের উদীয়মান শিল্পগুলোর উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা ক্ষমতা বাড়াতে কাজ করে। এই সহযোগিতা বিইউএফটিতে উন্নত প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে, যা আরএমজি খাতের প্রযুক্তিতে হাতে-কলমে অভিজ্ঞতা প্রদান করবে এবং শিল্প-একাডেমিক গবেষণা সহযোগিতা সৃষ্টি করবে। শিন শিন গ্রুপ প্রশিক্ষণ উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের জন্য পেশাদার সেবা প্রদান করবে। এই চুক্তি বাংলাদেশের আরএমজি খাতের উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত