Ajker Patrika

ভিসতা টিভিতে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে ২৫ শতাংশ ছাড়

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৯: ৪৪
ভিসতা টিভিতে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডে ২৫ শতাংশ ছাড়

ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়। এই সুযোগ চলতি বছরের ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে এখন থেকে ৩১ অক্টোবরের মধ্যে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। রয়েছে জিরো ইন্টারেস্টে তিন মাসের ইএমআই (কিস্তি) সুবিধা। 

আজ সোমবার এ বিষয়ে ব্র্যাক ব্যাংক ও ভিসতা ইলেকট্রনিকসের মধ্যে একটি চুক্তি হয়েছে। ভিসতার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ব্র্যাক ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন হেড অব রিটেইল ব্যাংকিং মাহিউল ইসলাম। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতার পরিচালক উদয় হাকিম, ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকুইরিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম, হেড অব কম্যুনিকেশন একরাম কবির, ম্যানেজার (এলায়েন্স) রুবায়েদ আহমেদ হাজারী, ভিসতার কর্মকর্তা রাকিব, রাকিব ভূঁইয়া, সামসুল আরেফিন প্রমুখ। 

এই চুক্তির আওতায় গ্রাহকেরা ব্র্যাক ব্যাংকের যেকোনো ক্রেডিট কার্ড ব্যাবহার করে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে ৩১ অক্টোবর পর্যন্ত ২০ শতাংশ ছাড় পাবেন। ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়। এ ছাড়া এয়ারকন্ডিশনারে ছাড় পাবেন ১০ শতাংশ। 

ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য থাকছে জিরো পারসেন্ট ইন্টারেস্টে তিন মাসের ইএমআই সুবিধা। বিশ্বকাপ ক্রিকেট ও বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ক্রেতাদের জন্য এসব সুবিধা দিচ্ছে ভিসতা। বিশেষ করে বড় পর্দার টেলিভিশনের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করতেই ভিসতার এই অফার।

ভিসত পরিচালক উদয় হাকিম বলেন, ‘বাংলাদেশের বাজারে বিশ্বের শীর্ষ মানের অ্যান্ড্রয়েড টিভি উৎপাদন ও বাজারজাত করছে ভিসতা। যে দাম দিয়ে ক্রেতারা ব্যাসিক টিভি বা স্মার্ট টিভি কিনছেন, ভিসতা সেই একই মূল্যে গুগল সার্টিফায়েড জেনুইন অ্যান্ড্রয়েড-১১ টিভি দিচ্ছে। ভিসতার স্লোগান-এক্সেলেন্স ইন টেকনোলজি। উচ্চমানের পণ্য দিয়ে ভিসতা গ্রাহকদের মন জয় করতে বদ্ধপরিকর।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

তৃতীয় দফায় বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত