Ajker Patrika

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৩তম এজিএম অনুষ্ঠিত

আপডেট : ৩১ মে ২০২৪, ১০: ২৮
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৩তম এজিএম অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফরমে (অনলাইন ভিডিও কনফারেন্স) এই সভা হয়। 

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এমপি। এজিএমে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এ ছাড়া সভায় ২০২৩ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার বিষয় অনুমোদিত হয়। 

সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার। 

সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ; পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, তাহেরা ফারুক, জেবুন নাহার ও ফকির মাসরিকুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে এ এম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। 

এ ছাড়া ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম আখতার হোসেন; উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ ও এম এম সাইফুল ইসলাম; ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ব্যাংকের বহিঃনিরীক্ষক হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোম্পানির প্রতিনিধি সাবরিনা মেহজাবিন এফসিএ, ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার জেসমিন অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিনিধি জেসমিন আক্তার এফসিএ, ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক এফসিএ এবং শেয়ারহোল্ডাররা অনলাইনে এজিএমে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত