Ajker Patrika

মেধাবী শিক্ষার্থীদের বিনা খরচে পাইলট বানানোর উদ্যোগ ইউএস-বাংলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেধাবী শিক্ষার্থীদের বিনা খরচে পাইলট বানানোর উদ্যোগ ইউএস-বাংলার

দেশের অন্যতম উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই পর্বে কৃতকার্যদের বিনা খরচে পাইলট বানানোর উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখেছে। যে সব শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে ন্যূনতম গ্রেড এ প্লাস এবং ইংরেজি, পদার্থ, সাধারণ ও উচ্চতর গণিতে জিপিএ ৫ সহ এসএসসি ও এইচএসসি পাশ অথবা ‘ও’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ ন্যূনতম ৫ বিষয়ে গ্রেড-এ এবং ‘এ’ লেভেলে গণিত ও পদার্থ বিজ্ঞানে গ্রেড-বি পেয়েছেন শুধুমাত্র তাঁরাই আবেদনের জন্য যোগ্য হবেন। 

চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন। আবেদনকারীদের ইংরেজিতে দক্ষ হতে হবে। 

আজ মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং অন্য কোনো দেশের নাগরিক হতে পারবেন না। আবেদনের সময় বয়স ১৭ থেকে ২৫ বছর হতে হবে। উচ্চতা মেয়েদের জন্য ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি ও ছেলেদের ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। আবেদনকারীকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। দৃষ্টিশক্তি ৬ / ৬ হতে হবে। অধূমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। কোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্তকে অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 

ক্যাডেট পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থ বিজ্ঞান), পাইলট যোগ্যতা পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সব টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনায় পৃথিবীর যেকোনো দেশে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। নির্দিষ্ট মেয়াদি প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সম্পন্নের পর উত্তীর্ণ ক্যাডেট পাইলটরা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করতে পারবেন। 

ক্যাডেট পাইলট প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন করা যাবে https://studentpilot.usbair.com -এ। আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর ২০২৩। যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত