Ajker Patrika

শেষ হলো কপিশপের কপিকলরব

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৫৮
শেষ হলো কপিশপের কপিকলরব

ক্রিয়েটিভ রাইটারদের লেখার জগৎ ও ধরন ভিন্ন ভিন্ন। এ ক্ষেত্রে কারও সঙ্গে কারও মিল নেই, সেটা সম্ভবও নয়। কারণ তাঁদের সবার আলাদা আলাদা পাঠকগোষ্ঠী আছে এবং লেখার আলাদা উদ্দেশ্যও আছে। কমার্শিয়াল ও কনটেন্ট রাইটিংও এর বাইরে নয়। প্রয়োজনভেদে কপিরাইটার, কনটেন্ট রাইটার, স্ক্রিপ্ট রাইটারদেরও লেখার ধরন ভিন্ন ভিন্ন। 

এমন বিভিন্ন বিষয়ে দেশের এক নম্বর ওটিটি প্ল্যাটফরম চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জীর অভিজ্ঞতা শোনা এবং তাঁর পরামর্শ নেওয়ার এক অনন্য আয়োজন ছিল কপিকলরবের অষ্টম আসর। সম্প্রতি ঢাকার একটি রেস্টুরেন্টে উল্লেখযোগ্যসংখ্যক কপিরাইটার, লেখক, শিল্পী ও নির্মাতার অংশগ্রহণে রাইটিং কনটেন্টকে আরও কনটেন্ট বা সমৃদ্ধ করার নানান টেকনিক নিয়ে আলাপের দারুণ এক সন্ধ্যা কেটে গেল। 

দেশের বিজ্ঞাপন ও কমিউনিকেশন শিল্পের প্রশংসিত প্ল্যাটফরম কপিশপের আয়োজনে চলমান কপিকলরবের অষ্টম পর্ব ছিল এটি। ইতিপূর্বে মোস্তফা সরওয়ার ফারুকী, তানভীর হোসেনসহ বিজ্ঞাপনশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সফল মানুষেরা কপিশপের এ আয়োজনে সম্মানিত মেন্টর হিসেবে এসেছেন। এবারের আয়োজনে উপস্থিত সবাই কপিকলরবের ধারাবাহিকতা অটুট রাখার আহ্বান জানান। কপিশপের কিউরেটর মুশফিকুর রহমান পাভেল জানান, ‘কমিউনিকেশন রাইটারদের সৃজনশীল দক্ষতা বাড়ানো এবং এ ব্যাপারে একটি প্রাতিষ্ঠানিক ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে কপিশপের টিম কাজ করছে। ভবিষ্যতে এই আয়োজন আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত