Ajker Patrika

সেভ দ্য চিলড্রেনের ‘সংযোগ’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সেভ দ্য চিলড্রেনের ‘সংযোগ’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রসবোত্তর সেবার মানোন্নয়ন ও পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার হার বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন বাবা–মায়েদের স্বাস্থ্যসেবা উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংস্থাটি প্রসবপরবর্তী সেবার গুণগত মান বাড়াতে ও পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে সহায়তার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করেছে।

সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, সংযোগ মাতৃ ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফী আহমদ এই প্রকল্পের বিভিন্ন উদ্ভাবনী ধারণার প্রশংসা করেন।

অনুষ্ঠানের সভাপতি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি ইউনিটের লাইন ডিরেক্টর মো. রফিকুল ইসলাম তালুকদার অবাঞ্ছিত গর্ভধারণ কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান এবং এই উদ্যোগকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংযোগ প্রকল্পটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ‘জিরো হোম ডেলিভারি’ ক্যাম্পেইন পরিচালনা করেছে। এর মাধ্যমে প্রকল্পটির কর্ম এলাকায় প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিতে কাজ করছে ও বাড়িতে প্রসব না করানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রসবপরবর্তী সেবার মান উন্নয়নেও কাজ করেছে। সেভ দ্য চিলড্রেন ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) সহায়তায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই প্রকল্পের নেতৃত্বে ছিল। ২০১৯ সাল থেকে নোয়াখালী ও মাদারীপুর জেলার আটটি উপজেলায় এই প্রকল্পের কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত