Ajker Patrika

কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে ‘ইনফিনিক্স’

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২১: ৫৮
কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে ‘ইনফিনিক্স’

অক্টোবর মাসের জন্য নতুন অফার ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স মোবাইল। গতকাল বুধবার (৫ অক্টোবর) থেকে শুরু হওয়া অফারটি চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এছাড়াও থাকছে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ।

ক্যাম্পেইনের প্রধান আকর্ষণ এবং প্রথম পুরস্কার হলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দুজনের ভ্রমণ। বিজয়ী ব্যক্তি তার পার্টনার বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে ১ হাজার টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ। 

যেকোনো ইনফিনিক্স হ্যান্ডসেট কেনার পর, ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য ক্রেতাদের নিজের ব্যক্তিগত মোবাইল থেকে ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। একটি অনলাইন লটারি সিস্টেমের মাধ্যমে বিজয়ীদের বেছে নেওয়া হবে। ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রত্যেক ক্রেতাই নিশ্চিতভাবে কোনো না কোনো উপহার পাবেন। ক্যাম্পেইনে অংশ নেওয়ার প্রক্রিয়া ও এসএমএস পাঠানোর ফরম্যাট সম্পর্কে জানা যাবে ইনফিনিক্স আউটলেট থেকে। ফিরতি এসএমএসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ক্রেতাদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠানোর আগে অংশগ্রহণকারীদের এসএমএস পাঠানোর প্রাথমিক শর্তগুলো পূরণ হচ্ছে কি না তা দেখে নিতে হবে। 

এছাড়া নোট ১২ সিরিজ ও হট ১২ সিরিজের ক্রেতারা অতিরিক্ত পুরস্কার হিসেবে পাবেন একটি ওয়্যারলেস হেডফোন ও একটি ইনফিনিক্স টি-শার্ট। শুধু ইনফিনিক্সের অফিশিয়াল ব্র্যান্ড আউটলেট থেকে পণ্য কেনা ক্রেতারাই এই অতিরিক্ত পুরস্কার পাবেন। আরও বিস্তারিত তথ্যের জন্য চোখ রাখতে হবে ইনফিনিক্সের ফেসবুক পেজে। 

উল্লেখ্য, ব্র্যান্ড হিসেবে ইনফিনিক্স সব সময় তরুণদের বিশেষত বাংলাদেশি গেমিং কমিউনিটির প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। তরুণদের জন্য সাশ্রয়ী মূল্যে চমৎকার সব ফোন নিয়ে এসেছে কোম্পানিটি। ভোক্তাদের সঙ্গে যুক্ত থাকার জন্য তারা নিয়মিত নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এই ক্যাম্পেইনটিও তার একটি অংশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত