Ajker Patrika

‘ওয়্যারেবল পেমেন্ট সলিউশন’ চালু করল ইবিএল

‘ওয়্যারেবল পেমেন্ট সলিউশন’ চালু করল ইবিএল

গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুনত্ব আনতে অত্যাধুনিক কন্ট্যাক্টলেস পেমেন্ট সলিউশন চালু করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় দেশে প্রথমবারের মতো ‘ডব্লিউইএআরইবিএল’ নামের একটি ওয়্যারেবল পেমেন্ট ডিভাইস উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নতুন পেমেন্ট ডিভাইসটি উদ্বোধন করেন। তিনি এই ডিভাইসটিকে বাংলাদেশের ইতিহাসে পেমেন্ট সলিউশনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘বাংলাদেশের ব্যাংকিং খাতে বৈশ্বিক ধারা এবং প্রযুক্তি গ্রহণ করার এটিই সময়। কন্ট্যাক্টলেস পেমেন্ট বিষয়টি অপেক্ষাকৃত নতুন হলেও এর সম্ভাবনা ব্যাপক। ইবিএল তার সব ওয়্যারেবল ডিভাইস এবং ভবিষ্যতে অফারকৃত সলিউশনে কার্যকারিতা, স্টাইল, এবং সিমপ্লিসিটির সমন্বয় করার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমরা মার্কেটে আরও যুগান্তকারী সলিউশন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসার কান্ট্রি ম্যানেজার-বাংলাদেশ, নেপাল ও ভূটান সৌম্য বসু, ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং করপোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একটি কমপ্যাক্ট পেমেন্ট রিং, বিভিন্ন ধরনের ফোন হোল্ডার ও গ্রিপ, স্টাইলিশ ও ফ্যাশনেবল রিস্টব্যান্ড, এবং বহনযোগ্য কমপ্যাক্ট ফোব স্লিভ ডব্লিউইএআরইবিএলে পাওয়া যাবে। বর্তমানে ইবিএল প্রিমিয়াম ক্যাটাগরি, ভিসা ও মাস্টারকার্ড ক্রেডিট কার্ডধারীরা (প্লাটিনাম, টাইটেনিয়াম, সিগনেচার, ওয়ার্ল্ড এবং ইনফিনিট কার্ড) এই লিংকটি অথবা কিউআর কোডের মাধ্যমে পছন্দনীয় ডিভাইস প্রিবুক করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত