Ajker Patrika

বাজারে গোদরেজ এর নতুন পন্য আসছে 

বাজারে গোদরেজ এর নতুন পন্য আসছে 

রাজধানীর গুলশানে লেকশোর হাইটস হোটেলে গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্টসের নতুন পণ্য ‘কামাসূত্রা কনডম’ এর উদ্বোধন হয়েছে। গত ১ জুলাই কোম্পানির ডিস্ট্রিবিউটর ফার্মা সলিউশনস বাংলাদেশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়। 

গোদরেজ বাংলাদেশ দীর্ঘদিন হাউজহোল্ড প্রোডাক্ট নিয়ে কাজ করে আসছে। বাংলাদেশের বাজারে এর নানা পণ্য ভোক্তাদের আস্থায় প্রতিষ্ঠানটি সুপ্রতিষ্ঠিত। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি নিয়ে এসেছে নতুন পণ্য ‘কামাসূত্রা কনডম’। 

এটি ৩০ বছরেরও অধিক সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত একটি ব্র্যান্ড, যা এখন বাংলাদেশের বাজারেও আসছে। দেশের যৌনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও সুরক্ষায় অবদান রাখার প্রয়াসে পণ্যটি বাজারজাত করে ভোক্তার সন্তুষ্টি অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন গোদরেজ বাংলাদেশের কর্তৃপক্ষ। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের সার্ক বিজনেস হেড সামির সুরিয়াওয়ানশী, সেলস বিভাগের প্রধান রীতেশ রঞ্জন বড়ুয়া, সাপ্লাই চেইন বিভাগের প্রধান গোপাল দিভেদি, মার্কেটিং বিভাগের প্রধান ভাস্কর কুমার দে, ফার্মা সলিউশনস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লব চক্রবর্তী, অপারেশন বিভাগের প্রধান অশোক কুমার চক্রবর্তী প্রমুখ। 

এর আগে গত ২ মে রাজধানীর বনানী করপোরেট হেড অফিসে গোদরেজ বাংলাদেশ ও ফার্মা সলিউশনস বাংলাদেশ এর মধ্যে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর নিয়োগের চুক্তিপত্র স্বাক্ষর হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত