অনলাইন ডেস্ক
সরকারি ও বেসরকারি সব ব্যাংকের অতীতের রেকর্ড ভেঙে ২০২৪ সালে বিপুল মুনাফা করেছে দেশের বৃহত্তম তফসিলি ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। বিদায়ী বছর শেষে ব্যাংকটির পরিচালন মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা। তার মধ্যে সরকারের ট্রেজারি বিলের মতো অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের সুদ থেকে এসেছে কমপক্ষে ৪৫ শতাংশ। অর্থাৎ ট্রেজারি বিল থেকে এসেছে ব্যাংকটির মোট মুনাফার ২ হাজার ৫৩৫ কোটি টাকা। ২০২৩ সাল শেষে পরিচালন মুনাফার পরিমাণ ছিল ৩ হাজার ৮৪৬ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও মো. শওকত আলী খান।
এমডি বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছর নেট সুদের আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪২৫ কোটি টাকায়, যা গত বছরের চেয়ে ৯৪৯ কোটি টাকা বেশি। কেননা, ২০২৩ সাল শেষে নেট সুদের আয় ছিল ৪৭৬ কোটি টাকা। গত বছর ২০২৩ সালের তুলনায় শ্রেণিকৃত ঋণ ৩ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এ ছাড়া ২০২৩ সালের তুলনায় বিতরণ করা ঋণের পরিমাণ কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা। রেকর্ড মুনাফার পাশাপাশি ২০২৪ সালে আমানতের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা হয়েছে, যা গত বছরের চেয়ে ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেশি।
শওকত আলী খান বলেন, ‘সংকটের মধ্যেও খেলাপি ঋণ আদায় হয়েছে ১ হাজার ৭৭০ কোটি টাকা। আর সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত সোনালী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। ব্যাংকের ঋণ অনিয়মে দুর্নীতির জন্য ব্যাপকভাবে সমালোচিত বেক্সিমকো গ্রুপ। সোনালী ব্যাংকে থাকা গ্রুপটির ১ হাজার ৬০০ কোটি টাকা ঋণের মধ্যে একটি বড় অংশ খেলাপি হয়ে গেছে, যা আদায়ে সব ধরনের কৌশল নেওয়া হয়েছে। হল-মার্ক গ্রুপ ঋণের বিপরীতে যে পরিমাণ সম্পত্তি মর্টগেজ দিয়েছিল, তার সঙ্গে অতিরিক্ত আরও ১৬৭ একর জমি নতুন করে সংযুক্ত করা হয়েছে। শুধু হল-মার্ক নয়, টিএম ব্রাদার্সসহ যাঁদের কাছে ব্যাংকের বড় বড় পাওনা রয়েছে, তাঁদের কাছ থেকে ঋণ আদায়ের সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাংক। বাংলাদেশের ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে আমরা খেলাপি ঋণ কমাতে কাজ করছি। উৎপাদনশীল খাতে ঋণ দিতে আমরা সিএমএসএমই ঋণে জোর দিয়েছি।’
সরকারি ও বেসরকারি সব ব্যাংকের অতীতের রেকর্ড ভেঙে ২০২৪ সালে বিপুল মুনাফা করেছে দেশের বৃহত্তম তফসিলি ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। বিদায়ী বছর শেষে ব্যাংকটির পরিচালন মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৩৪ কোটি টাকা। তার মধ্যে সরকারের ট্রেজারি বিলের মতো অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের সুদ থেকে এসেছে কমপক্ষে ৪৫ শতাংশ। অর্থাৎ ট্রেজারি বিল থেকে এসেছে ব্যাংকটির মোট মুনাফার ২ হাজার ৫৩৫ কোটি টাকা। ২০২৩ সাল শেষে পরিচালন মুনাফার পরিমাণ ছিল ৩ হাজার ৮৪৬ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও মো. শওকত আলী খান।
এমডি বলেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছর নেট সুদের আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪২৫ কোটি টাকায়, যা গত বছরের চেয়ে ৯৪৯ কোটি টাকা বেশি। কেননা, ২০২৩ সাল শেষে নেট সুদের আয় ছিল ৪৭৬ কোটি টাকা। গত বছর ২০২৩ সালের তুলনায় শ্রেণিকৃত ঋণ ৩ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এ ছাড়া ২০২৩ সালের তুলনায় বিতরণ করা ঋণের পরিমাণ কমেছে ১ হাজার ৬২৪ কোটি টাকা। রেকর্ড মুনাফার পাশাপাশি ২০২৪ সালে আমানতের পরিমাণ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা হয়েছে, যা গত বছরের চেয়ে ১৪ হাজার ৩৪২ কোটি টাকা বেশি।
শওকত আলী খান বলেন, ‘সংকটের মধ্যেও খেলাপি ঋণ আদায় হয়েছে ১ হাজার ৭৭০ কোটি টাকা। আর সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত সোনালী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। ব্যাংকের ঋণ অনিয়মে দুর্নীতির জন্য ব্যাপকভাবে সমালোচিত বেক্সিমকো গ্রুপ। সোনালী ব্যাংকে থাকা গ্রুপটির ১ হাজার ৬০০ কোটি টাকা ঋণের মধ্যে একটি বড় অংশ খেলাপি হয়ে গেছে, যা আদায়ে সব ধরনের কৌশল নেওয়া হয়েছে। হল-মার্ক গ্রুপ ঋণের বিপরীতে যে পরিমাণ সম্পত্তি মর্টগেজ দিয়েছিল, তার সঙ্গে অতিরিক্ত আরও ১৬৭ একর জমি নতুন করে সংযুক্ত করা হয়েছে। শুধু হল-মার্ক নয়, টিএম ব্রাদার্সসহ যাঁদের কাছে ব্যাংকের বড় বড় পাওনা রয়েছে, তাঁদের কাছ থেকে ঋণ আদায়ের সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাংক। বাংলাদেশের ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে আমরা খেলাপি ঋণ কমাতে কাজ করছি। উৎপাদনশীল খাতে ঋণ দিতে আমরা সিএমএসএমই ঋণে জোর দিয়েছি।’
গ্রামীণ ব্যাংকের ওপর থেকে সরকারের একক কর্তৃক ঝেড়ে ফেলতে আইনে সংশোধনী এনে নতুন অধ্যাদেশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে বলে...
৪ ঘণ্টা আগেভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের একপেশে পাল্টা শুল্ক আরোপ—দুই দিক থেকেই বাণিজ্যিক চাপে পড়েছে বাংলাদেশ। শুধু ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ...
৫ ঘণ্টা আগেদেশীয় কৃষিতে সমাধান দিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এসিআই মোটরস। পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সোনালিকা ট্রাক্টরের দুটি নতুন মডেল উদ্বোধন করা হয়েছে। নতুন এই মডেল দুটি হলো সোনালিকা ৩৫-আরএক্স এবং সোনালিকা অলরাউন্ডার এসএস-৫৫ (১২এফ+৩আর)।
৮ ঘণ্টা আগেজব্দ করা ব্যাংক হিসাব থেকে টাকা তুলেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবাল। আর তাঁকে অর্থ উত্তোলনের এই সুযোগ করে দিয়েছে তাঁরই মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংক। তিনি প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৯৯ সাল থেকে তিনি ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৫ আগস্ট আওয়াম
৮ ঘণ্টা আগে