Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় অর্থসহায়তা ইউসিবির

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০৫
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসায় অর্থসহায়তা ইউসিবির

দেশের বেসরকারি শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানকে (নিটোর) আর্থিক সহায়তা দিয়েছে। ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিল থেকে এই অর্থসহায়তা দেওয়া হয়। 

সম্প্রতি ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তাহমিদুজ্জামানের নেতৃত্বে একটি টিম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিচালক ও অর্থোপেডিকস সার্জারির অধ্যাপক কাজী শামীম উজজামানের হাতে ২৫ লাখ টাকার চেক তুলে দেন। 
 
সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে দেশের অনেক সাহসী সন্তান বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তাঁদের সাহসিকতা ও পুনর্জাগরণের মধ্য দিয়ে দেশে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই আন্দোলনে অংশগ্রহণকারী অনেকে হতাহত হয়েছেন। আহতরা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার তাঁদের চিকিৎসার ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে গুরুতর আঘাতের কারণে আহতদের অনেকেরই জরুরি ওষুধ এবং বিভিন্ন সহায়তার প্রয়োজন পড়ছে। তাঁদের যথাযথ চিকিৎসাসেবা এবং সুস্থতা নিশ্চিত করতে এবং আহতদের পাশে দাঁড়াতে ইউসিবি কয়েকটি হাসপাতালে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত