Ajker Patrika

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির ও পরিবারের ব্যাংক হিসাব স্থগিত

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২১: ৪৪
ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির। ছবি: সংগৃহীত
ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির। ছবি: সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন, স্থানান্তর এবং লকার বা ভল্ট থেকে সম্পদ স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) এই নিষেধাজ্ঞার আওতায় শরীফ জহিরের বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, ছেলে ও মেয়ের নামেও থাকা ব্যাংক হিসাবগুলো (যা ডেবিট ও ক্রেডিট কার্ডসহ) অন্তর্ভুক্ত রয়েছে।

সিআইসি থেকে গত ১ ডিসেম্বর এই নিষেধাজ্ঞা আদেশ জারি করা হয়। ইতিমধ্যে আদেশের অনুলিপি দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থগিত তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে শরীফ জহির ছাড়াও অন্তর্ভুক্ত রয়েছেন—তাঁর ভাই আসিফ জহির, বাবা মৃত হুমায়ুন জহির, মা কামরুন নাহার এবং সৈয়দ ইশতিয়াক আলম।

এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে এটি আর্থিক গোয়েন্দা বিভাগের চলমান তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সিআইসি এই ধরনের পদক্ষেপ সাধারণত বড় ধরনের আর্থিক অনিয়ম বা কর ফাঁকির সন্দেহে নিয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত