ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস (আইআইবিএফই) এবং প্রাইম ব্যাংক পিএলসি যৌথভাবে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে কর্মশালার আয়োজন করেছে। ইউআইইউ ক্যাম্পাসে এই কর্মশালার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান বিভাগের পরিচালক মুহাম্মদ আমির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মো. মাহাব্বত হোসেন, প্রাইম ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং প্রধান সৈয়দ ইবনে শারিয়ার এবং পিআরএলের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির সাবেক প্রধান জুলকারনাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউয়ের ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসের (আইআইবিএফই) পরিচালক প্রফেসর মোহাম্মদ ওমর ফারুক।
কর্মশালায় অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ১০০ বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় বিগত ৫০ বছরের ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের ইতিহাস, ১৯৭৫ সালে প্রথম পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংকের সূচনা থেকে শুরু করে ১৯৮০ এর দশকের শুরু থেকে ইসলামি ব্যাংকিং এবং বাংলাদেশি প্রেক্ষাপটের বিকাশ, শরিয়া সম্পর্কে ধারণা ও প্রয়োগ, বিভিন্ন শরিয়া-সম্মত মোড ও পণ্য, প্রাইম ব্যাংকের হাসানা লাইন অব প্রোডাক্ট এবং শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারের সুযোগ এবং প্রয়োজনীয় প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
প্রধান অতিথি ইউআইইউর উপাচার্য বলেন, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ইসলামিক ফাইন্যান্স ইকোসিস্টেমের শক্তিশালী সম্পর্ক রয়েছে। এ ছাড়া তিনি ইসলামিক ফাইন্যান্স শিল্পের জন্য একাডেমিক সহায়তার ব্যবধান মেটাতে ইউআইইউ’র ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস (আইআইবিএফই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালাটি বক্তাদের সমন্বিত প্যানেল আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়। ইউআইইউয়ের অর্থনীতি বিভাগের ছাত্র আবির হাসান জিসান প্যানেল আলোচনায় তাঁর মূল্যবান অবদানের জন্য বিশেষভাবে স্বীকৃত প্রদান ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা, শিক্ষাবিদ, শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস (আইআইবিএফই) এবং প্রাইম ব্যাংক পিএলসি যৌথভাবে ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে কর্মশালার আয়োজন করেছে। ইউআইইউ ক্যাম্পাসে এই কর্মশালার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর মো. আবুল কাশেম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম আনোয়ার চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যান বিভাগের পরিচালক মুহাম্মদ আমির হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মো. মাহাব্বত হোসেন, প্রাইম ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং প্রধান সৈয়দ ইবনে শারিয়ার এবং পিআরএলের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির সাবেক প্রধান জুলকারনাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউয়ের ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসের (আইআইবিএফই) পরিচালক প্রফেসর মোহাম্মদ ওমর ফারুক।
কর্মশালায় অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ১০০ বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় বিগত ৫০ বছরের ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্সের ইতিহাস, ১৯৭৫ সালে প্রথম পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক, দুবাই ইসলামিক ব্যাংকের সূচনা থেকে শুরু করে ১৯৮০ এর দশকের শুরু থেকে ইসলামি ব্যাংকিং এবং বাংলাদেশি প্রেক্ষাপটের বিকাশ, শরিয়া সম্পর্কে ধারণা ও প্রয়োগ, বিভিন্ন শরিয়া-সম্মত মোড ও পণ্য, প্রাইম ব্যাংকের হাসানা লাইন অব প্রোডাক্ট এবং শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারের সুযোগ এবং প্রয়োজনীয় প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
প্রধান অতিথি ইউআইইউর উপাচার্য বলেন, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ইসলামিক ফাইন্যান্স ইকোসিস্টেমের শক্তিশালী সম্পর্ক রয়েছে। এ ছাড়া তিনি ইসলামিক ফাইন্যান্স শিল্পের জন্য একাডেমিক সহায়তার ব্যবধান মেটাতে ইউআইইউ’র ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস (আইআইবিএফই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালাটি বক্তাদের সমন্বিত প্যানেল আলোচনার মাধ্যমে সমাপ্ত হয়। ইউআইইউয়ের অর্থনীতি বিভাগের ছাত্র আবির হাসান জিসান প্যানেল আলোচনায় তাঁর মূল্যবান অবদানের জন্য বিশেষভাবে স্বীকৃত প্রদান ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা, শিক্ষাবিদ, শিক্ষার্থী, গবেষক এবং বিভিন্ন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেই চট্টগ্রাম বন্দরে বহুল আলোচিত বর্ধিত মাশুল কার্যকর হয়েছে। বুধবার থেকে এই নতুন হার অনুযায়ী বন্দর ফি আদায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ও মুখপাত্র ওমর ফারুক। তিনি জানান, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টার পর থেকে বন্দরে অবস্থানরত জাহাজ...
১২ ঘণ্টা আগেউপদেষ্টা বলেন, প্রায় ১০০ কোটি টাকার ফান্ড দিয়ে জেডিপিসির মাধ্যমে প্রায় ১ হাজার ৬ জন উদ্যোক্তার অন্তর্ভুক্তির মাধ্যমে চেষ্টা করছি বাজারে পাটের একটা সাংস্কৃতিক পরিবর্তন আনতে। পাটের স্কয়ার মিটার, মাইলেজের পরিধি বাড়াতে গবেষণার দরকার। র্যাপিং (মোড়ক) উপকরণ হিসেবে বিশ্বব্যাপী পাটের বিশাল বাজার আছে।
১৮ ঘণ্টা আগেসিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং মেটলাইফ বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে মেটলাইফ বাংলাদেশের নির্দিষ্ট গ্রাহকেরা উপভোগ করতে পারবেন সিঙ্গার বাংলাদেশের নির্বাচিত পণ্যের ওপর বিশেষ ছাড় এবং এক্সক্লুসিভ সুবিধা।
২১ ঘণ্টা আগেদেশে ব্যাংক খাতের এক অদ্ভুত বৈপরীত্য বিরাজ করছে। বড় ঋণখেলাপিরা কয়েক শ থেকে কয়েক হাজার কোটি টাকা ফেরত না দিলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে ছোট ঋণের জন্য গরিব কৃষক কিংবা সাধারণ মানুষ সামান্য দেরি বা কয়েক শ টাকার ঘাটতি হলে কঠোর হয়রানির শিকার হন; এমনকি হাতকড়া...
১ দিন আগে