Ajker Patrika

ডিজিটাল আর্থিক খাতে ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা বাড়াতে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ

বিজ্ঞপ্তি  
Thumbnail image
ডিজিটাল আর্থিক খাতে ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা বাড়াতে টেন মিনিট স্কুল ও বিকাশের উদ্যোগ। ছবি: সংগৃহীত

ডিজিটাল আর্থিক খাত নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান ও দক্ষতা বাড়াতে যৌথভাবে অনলাইন কোর্স চালু করতে যাচ্ছে অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল ও বিকাশ। সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা ও লক্ষ্য অর্জনে ভবিষ্যৎ প্রজন্মকে পারদর্শী করতেই এই কোর্স চালু করা হচ্ছে।

আর্থিক ব্যবস্থাপনায় পারদর্শী প্রজন্ম দেশের অর্থনীতির ভিত মজবুত করতে সাহায্য করবে। সে লক্ষ্যেই পার্সোনাল ফিন্যান্স, বাজেটের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, আর্থিক প্রতারণা সম্পর্কে সচেতনতা, আর্থিক লক্ষ্য নির্ধারণ ও অর্জন ইত্যাদি বিষয়ে কোর্সটিতে মৌলিক ধারণা দেওয়া হবে।

গতকাল বুধবার বিকাশের প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকাশ যাত্রা শুরুর সময় থেকেই নতুন প্রজন্মকে আলোকিত করতে বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ভবিষ্যৎ প্রজন্মকে ক্যাশবিহীন ডিজিটাল আর্থিক জীবনযাত্রায় প্রস্তুত করতেই টেন মিনিট স্কুলের সঙ্গে যৌথভাবে ডিজিটাল ফিন্যান্সিয়াল লিটারেসি বিষয়ক এই কোর্স চালু করছে বিকাশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত