Ajker Patrika

দেশব্যাপী ২,০০০ চারাগাছ রোপণ করল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

দেশব্যাপী ২,০০০ চারাগাছ রোপণ করল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি তাদের ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছে। ব্যাংকের বনায়ন প্রতিষ্ঠার প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ৮টি বিশেষ ও বিরল প্রজাতির ২,০০০ চারাগাছ রোপণ করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ডের শত শত কর্মী এই উদ্যোগে অংশগ্রহণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, সোনারগাঁও-এর হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি চারাগাছ রোপণ করা হয়েছে। দুই শতাধিক কর্মীর অংশগ্রহণে প্রায় ৫০০টি চারাগাছ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কভারেজ, করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং এনামুল হক, ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং সাব্বির আহমেদ, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী, তরুপল্লব-এর জেনারেল সেক্রেটারি মোকাররম হোসেনসহ আরও অনেকে।

চলতি বছরের আগস্টে ব্যাংকটি দেশব্যাপী তাদের সকল অফিস স্পেস ও শাখায় বিদ্যুৎ ব্যবহার ও খরচ কমানোর লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে, যার মধ্যে ‘এ্যাম্ব্রেসিং সাসটেইনেবিলিটি চ্যালেঞ্জ’ অন্যতম। এর লক্ষ্য ছিল ব্যাংকের কর্মীদের পরিবেশের সুরক্ষা নিশ্চিতে, জীবনযাত্রার মানোন্নয়নে এবং দেশকে বিশ্বদরবারে পরিবেশবান্ধব হিসেবে প্রতিষ্ঠায় উৎসাহিত করা।

দীর্ঘ ১১৭ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। দেশের অগ্রগতির দীর্ঘকালীন অংশীদার হিসেবে সম্পদ, কর্মসংস্থান সৃষ্টি, প্রবৃদ্ধি এবং বৃহত্তর সাফল্য অর্জনে ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যাংকিং পরিষেবা প্রদান করেছে ব্যাংকটি। টেকসই ও সমতার আদর্শকে কেন্দ্রে রেখে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সমৃদ্ধির চাকা সচল রাখার অংশ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০২১ সালে ৩১টি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত