Ajker Patrika

ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক

ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক

‘দ্য অ্যাসেট ট্রিপল এ’ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ড ২০২৪-এ ‘ইসলামিক ব্যাংক অব দি ইয়ার’ হিসেবে পুরস্কৃত হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক বাংলাদেশ। এ ছাড়া ‘বেস্ট ইসলামিক এসএমই ব্যাংক’ ও ‘বেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক’-এর স্বীকৃতি পেয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইসলামী ব্যাংকিং উইং। 

ব্যাংকিং খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য অ্যাসেট ট্রিপল এ ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস’ সেরা ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামী ব্যাংকিং খাতে ভূমিকার জন্য গবেষণা-নির্ভর স্বীকৃতি দিয়ে থাকে। 

এ বছর ‘সুকুক অ্যাডভাইজার অব দি ইয়ার’ ও ‘বেস্ট ইসলামিক ব্যাংক ফর ডিজিটাল ইনোভেশন’সহ বিভিন্ন দেশে মোট ৩৮টি পুরস্কার অর্জন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক, যা ইসলামী ব্যাংকিংয়ে দেশে ও বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক-এর নেতৃস্থানীয় অবস্থানকে তুলে ধরে। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ডই একমাত্র আন্তর্জাতিক ব্যাংক যা ইসলামিক ব্যাংকিংয়ের অধীনে সব ধরনের পণ্য ও পরিষেবা দিয়েছে। বাংলাদেশে আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী নৈতিক ও স্বচ্ছ আর্থিক সমাধান প্রদানের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোত্তম শরিয়াহ সম্মত আর্থিক সেবা দিতে আমাদের প্রচেষ্টা সব সময় অব্যাহত রয়েছে। আমাদের গ্রাহকেরাও তাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিষেবা পেতে আমাদের ওপর আস্থা রাখেন। এ অর্জনগুলো তারই প্রতিফলন।’ 

দেশের একমাত্র আন্তর্জাতিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক খুচরা ও করপোরেট উভয় গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে। এর নেটওয়ার্ক এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে বিস্তৃত। শরিয়া-সম্মত পণ্য ও পরিষেবার মাধ্যমে গ্রাহকদেরকে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান ও গতিশীল অঞ্চলগুলোর সঙ্গে আর্থিক যোগাযোগ নিশ্চিত করে ব্যাংকটি। এর গ্লোবাল শরিয়াহ বোর্ড বিশ্বজুড়ে স্বীকৃত শীর্ষ ইসলামী গবেষকদের নিয়ে গঠিত। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের আওতায় গ্রাহকদের নগদ ব্যবস্থাপনা, আমদানি ও রপ্তানি অর্থায়ন এবং কার্যকরী মূলধন সরবরাহ করে থাকে। এ ছাড়া জটিল কাঠামোগত করপোরেট ফাইন্যান্স সলিউশনসহ বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকে। রিটেইল ব্যাংকিংয়ের মধ্যে রয়েছে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সমাধান, যেমন রিয়েল টাইম অন-বোর্ডিং, রোবোটিক প্রসেস অটোমেশন এবং সাদিক নন-ফেস টু ফেস। এ ছাড়া রয়েছে মুদারাবা-ভিত্তিক সেভিংস অ্যাকাউন্ট সাদিক সাদাকাহ, যার মাধ্যমে গ্রাহকেরা নির্বিঘ্নে দাতব্য কাজ করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত